সান্তা মনিকায় ভয়াবহ গাড়িচাপা: লস এঞ্জেলেসে অন্তত ২০ জন আহত, ৫ জনের অবস্থা সংকটজনক
ছবিঃ এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেসের সান্তা মনিকা বুলেভার্ডে জনতার ভিড়ে একটি গাড়ি ঢুকে পড়ায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট (LAFD)।
স্থানীয় সময় রাত ২টার দিকে (বাংলাদেশ সময় সকাল ৯টা) পূর্ব হলিউডে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় অন্তত ৫ জন গুরুতর আহত এবং আরও ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় জরুরি সেবা বিভাগ।
ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, একটি ধূসর রঙের গাড়ি ফুটপাথে উঠে আছে, চারপাশে ছড়িয়ে আছে ধ্বংসাবশেষ এবং রয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও উদ্ধারকর্মী।
পুলিশ তদন্ত শুরু করেছে এবং এলাকাটি ঘিরে রাখা হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন