ব্রেন্টউডে গ্রোসারি দোকানের সামনে ছুরিকাঘাতে নিহত ১, সন্দেহভাজন হামলাকারী পলাতক
ছবিঃ এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেসের পশ্চিমাঞ্চলের অভিজাত এলাকা ব্রেন্টউডে একটি জনপ্রিয় গ্রোসারি দোকানের সামনে তুচ্ছ তর্ক-বিতর্কের জেরে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনার পর সন্দেহভাজন হামলাকারী পলাতক রয়েছেন, যার সন্ধানে কাজ করছে লস এঞ্জেলেস পুলিশ বিভাগ (LAPD)।
মঙ্গলবার রাত ৯টার দিকে Whole Foods Market–এর সামনে সান ভিসেন্টে বুলেভার্ডের ১১৭০০ নম্বর ব্লকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে LAPD নিশ্চিত করেছে, ঘটনার আগে নিহত ব্যক্তি ও হামলাকারীর মধ্যে কথাকাটাকাটি হয়। তর্কের একপর্যায়ে সন্দেহভাজন ব্যক্তি হঠাৎ ছুরি বের করে একাধিকবার আঘাত করে পালিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩৯ বছর বয়সী এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে। তাঁর শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি একজন প্রাক্তন সেনা সদস্য এবং সম্ভবত গৃহহীন ছিলেন বলে জানা গেছে।
সন্দেহভাজন ব্যক্তিও একজন প্রাক্তন সেনা সদস্য হতে পারেন বলে পুলিশ ধারণা করছে। তিনি ঘটনার সময় গাঢ় রঙের পোশাক পরিহিত ছিলেন। তাঁর পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও অস্পষ্ট থাকলেও পুলিশ প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি নিচ্ছে এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করছে। LAPD জানিয়েছে, ঘটনার বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে তা জানাতে অনুরোধ জানানো হচ্ছে।
এই সহিংস ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে, বিশেষ করে এলাকা হিসেবে ব্রেন্টউড সাধারণত শান্তিপূর্ণ বলে বিবেচিত।
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন