ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশ অসাংবিধানিক ঘোষণা, আপিল আদালতের স্থগিতাদেশ বহাল
ছবিঃ এলএবাংলাটাইমস
এক যুক্তরাষ্ট্র ফেডারেল আপিল আদালত বুধবার রায় দিয়েছে যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগটি মার্কিন সংবিধানের পরিপন্থী। আদালত এর আগেই দেওয়া একটি নিম্ন আদালতের সার্বভৌম স্থগিতাদেশকে বহাল রেখেছে, যা সারা দেশের জন্য কার্যকর থাকবে।
যুক্তরাষ্ট্রের নবম সার্কিট কোর্ট অব আপিলসের একটি বিভক্ত প্যানেল এই রায় প্রদান করে। এর আগে নিউ হ্যাম্পশায়ারের একটি ফেডারেল আদালতও ট্রাম্পের এই পরিকল্পনা বাস্তবায়ন করতে নিষেধাজ্ঞা দিয়েছিল। এই রায়ের ফলে বিষয়টি দ্রুতই সুপ্রিম কোর্টে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ট্রাম্প প্রশাসনের নির্দেশ অনুযায়ী, যেসব শিশু অবৈধভাবে কিংবা সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ব্যক্তিদের গর্ভে জন্মগ্রহণ করে, তাদের নাগরিকত্ব অস্বীকার করার পরিকল্পনা ছিল। আপিল আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই আদেশ কার্যকর করা যাবে না।
রায়ে আদালত উল্লেখ করে, “ডিস্ট্রিক্ট কোর্ট যথার্থভাবেই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, নির্বাহী আদেশে প্রস্তাবিত ব্যাখ্যা – যা অনেক মার্কিন ভূখণ্ডে জন্মগ্রহণকারী ব্যক্তিকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করে – তা সাংবিধানিক নয়। আমরা এই সিদ্ধান্তের সঙ্গে সম্পূর্ণভাবে একমত।”
এই রায়ের ফলে মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার আরও একবার সুদৃঢ়ভাবে নিশ্চিত হলো। বিষয়টি রাজনৈতিক ও আইনি অঙ্গনে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে এবং ভবিষ্যতে সুপ্রিম কোর্টে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন