পলাতক পুলিশ কর্মকর্তাদের শাস্তি: সরকার প্রত্যাহার করল সম্মাননা
লস এঞ্জেলেসের লনডেলে সেভেন-ইলেভেন দোকানে গুলি, নিহত ১
ছবিঃ এলএবাংলাটাইমস
রবিবার সন্ধ্যায় লস এঞ্জেলেস কাউন্টির লনডেল এলাকায় একটি সেভেন-ইলেভেন দোকানের ভিতরে গুলির ঘটনায় একজন ব্যক্তি নিহত হয়েছেন।
লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগ জানিয়েছে, সন্ধ্যা ৮টার কিছু পর, প্রেইরি অ্যাভিনিউর ১৫৮০০ ব্লকে অবস্থিত সেভেন-ইলেভেন দোকানে গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
দোকানের ভেতরে একজন পুরুষকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।
পুলিশ জানায়, গুলির ঘটনার পর দুইজন ব্যক্তি পালিয়ে গেছে এবং এখনো পলাতক রয়েছে।
এখনো পর্যন্ত গুলির সঠিক কারণ জানা যায়নি এবং কর্তৃপক্ষ বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।
যাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য রয়েছে, তাদেরকে লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের হোমিসাইড ব্যুরোতে (৩২৩) ৮৯০-৫৫০০ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন