স্টুডিও সিটিতে সড়কে বসে থাকা নারীকে গাড়িচাপা, ঘটনাস্থলেই মৃত্যু
ছবিঃ এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেসের স্টুডিও সিটিতে ভয়াবহ এক দুর্ঘটনায় সড়কে বসে থাকা এক নারী নিহত হয়েছেন। লস এঞ্জেলেস পুলিশ বিভাগের (এলএপিডি) সর্গেন্ট আলভারেজ জানান, রাত ১০টা ৩০ মিনিটের দিকে ভেনচুরা বুলেভার্ড ও তুজুঙ্গা এভিনিউর কাছে এক নারীকে রাস্তার মাঝে বসে থাকতে দেখা যায় বলে একাধিক কল আসে পুলিশের কাছে।
পুলিশের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এক চালক ওই নারীকে গাড়ি দিয়ে চাপা দেন। তবে চালক সঙ্গে সঙ্গেই থেমে গিয়ে সাহায্যের চেষ্টা করেন এবং পরে পুলিশকে পুরো ঘটনা জানান।
জরুরি সেবাকর্মীরা এসে ঘটনাস্থলেই নারীকে মৃত ঘোষণা করেন। নিহত নারীর বয়স ৩০-এর কোঠায় বলে ধারণা করা হচ্ছে। সর্গেন্ট আলভারেজ আরও জানান, নিহত নারী গৃহহীন ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
চালক পুলিশের কাছে বিবৃতি দিয়েছেন এবং তাঁর শরীরে মাদক বা অ্যালকোহলের কোনও প্রভাব ছিল না বলে নিশ্চিত করেছেন তদন্তকারীরা। তদন্ত এখনো চলমান রয়েছে।
এলএবাংলাটাইমস/এজেড
শেয়ার করুন