কারসনের শপিং মলে ছুরিকাঘাতে আহত ২, একজন গ্রেপ্তার
ছবিঃ এলএবাংলাটাইমস
কারসনের সাউথ বে প্যাভিলিয়ন মলে এক কথাকাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে দুইজন আহত হয়েছেন। রোববার স্থানীয় সময় বিকেল ২টার দিকে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে এলএ কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট।
জানা যায়, ২০৭০০ অ্যাভালন বুলেভার্ডে অবস্থিত মলের ফুড কোর্ট এলাকায় কথার লড়াই দ্রুতই হাতাহাতিতে রূপ নেয় এবং পরিণত হয় ছুরিকাঘাতে। আহত দুইজনকে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা শেষে লস এঞ্জেলেস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্টের মেডিকেল টিম দ্রুতই কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যায়। তবে আহতদের শারীরিক অবস্থা এখনও নিশ্চিত করা হয়নি। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থলে ধারণ করা এক ভিডিওতে দেখা যায়, ফুড কোর্টের একটি টেবিলের পাশে এক আহত ব্যক্তিকে সাহায্য করছেন কয়েকজন শেরিফের ডেপুটি।
তবে পুলিশ এখনো আহতদের বয়স ও লিঙ্গ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি। পুরো ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এলএবাংলাটাইমস/এজেড
শেয়ার করুন