আপডেট :

        ঘণ্টার পর ঘণ্টা বিভ্রাটের পর ভেরিজনের নেটওয়ার্ক সেবা স্বাভাবিক

        মিনিয়াপোলিসে আইসিই গুলিকাণ্ড ঘিরে বিচার বিভাগে নজিরবিহীন পদত্যাগ

        ক্যালিফোর্নিয়ার নতুন কংগ্রেসনাল মানচিত্র বহাল রাখল ফেডারেল আদালত, ডেমোক্র্যাটদের বড় জয়

        ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে মানসিক স্বাস্থ্য ও মাদকাসক্তি খাতে ২ বিলিয়ন ডলার অনুদান বাতিল

        ৭৫টি দেশের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া স্থগিত করছে যুক্তরাষ্ট্র, তালিকায় বাংলাদেশ

        ক্যালিফোর্নিয়ায় দুই বড় হোম ইন্স্যুরেন্স কোম্পানির প্রিমিয়াম বাড়ছে

        ট্রান্সজেন্ডার ক্রীড়াবিদদের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখতে পারে মার্কিন সুপ্রিম কোর্ট

        ভেনেজুয়েলায় আটক কিছু মার্কিন নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে: যুক্তরাষ্ট্র

        ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি হলে ‘খুব শক্ত প্রতিক্রিয়া’ নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

        লস এঞ্জেলেসে সপ্তাহান্তে ICE তল্লাশিতে অন্তত এক ডজন মানুষ গ্রেফতার

        ব্যাকটেরিয়ার মাত্রা বেড়ে যাওয়ায় লস এঞ্জেলেস কাউন্টির একাধিক সৈকতে সমুদ্রজলে সতর্কতা

        ক্যালিফোর্নিয়ায় কাজের জায়গায় ল্যান্ডস্কেপার দম্পতিকে নির্মমভাবে মারধর, সরঞ্জাম লুট

        অরেঞ্জ কাউন্টিতে হাইস্কুল ফুটবল কোচের প্রাণ বাঁচালেন ছুটিতে থাকা ফায়ারফাইটার

        হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো

        ইরান ইস্যুতে পরবর্তী পদক্ষেপ কী হবে—জটিল সিদ্ধান্তের মুখে যুক্তরাষ্ট্র

        আইসিই এজেন্টের তহবিলে ১০ হাজার ডলার দিলেন বিল অ্যাকম্যান

        এলএ শেরিফের ডেপুটিকে দেওয়া কফির কাপে ‘শূকরের ছবি’

        ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করেছে মার্কিন বিচার বিভাগ

        ইরানে বিক্ষোভে শতাধিক নিহত, ‘খুব শক্ত’ সামরিক বিকল্প ভাবছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

        মিনিয়াপোলিসে আইসিইবিরোধী বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ, বহুজন গ্রেপ্তার

স্টাইভেসান্ট কেলেঙ্কারি: এক বাংলাদেশি ছেলের হাতে নকলের সাম্রাজ্য

স্টাইভেসান্ট কেলেঙ্কারি: এক বাংলাদেশি ছেলের হাতে নকলের সাম্রাজ্য

ছবিঃ এলএবাংলাটাইমস

নিউইয়র্কের মর্যাদাসম্পন্ন স্টাইভেসান্ট হাই স্কুলের ২০১২ সালের চিটিং কেলেঙ্কারি এখনো শিক্ষক-শিক্ষার্থীদের মনে গেঁথে আছে। এই কাণ্ডে এক বাংলাদেশি বাবা-ছেলের নাম জড়িয়ে পড়ে। অভিযোগ ছিল—বাংলাদেশি সাংবাদিক নজমুল আহসান-এর ছেলে নায়েম আহসান প্রায় ১০০ জন শিক্ষার্থীকে পরীক্ষায় নকল করতে সহায়তা করেছিল। ঘটনার জেরে স্কুলের দীর্ঘদিনের প্রধান শিক্ষক স্ট্যানলি টেইটেল পদত্যাগে বাধ্য হন।

নকলের সাম্রাজ্য ও নেপথ্যের কাহিনি

নিউইয়র্ক পোস্টের খবরে উঠে আসে, ‘স্টাই চিটার’ নামে পরিচিত নায়েম আহসান রিজেন্টস পরীক্ষায় টেক্সট মেসেজের মাধ্যমে উত্তর পাঠিয়ে প্রায় ১০০ জন শিক্ষার্থীকে সহায়তা করেছিল। তবে তার বাবা দাবি করেন, ছেলের এ কাজের পেছনে ব্যক্তিগত কারণ ছিল।

নজমুল আহসান বলেন, তার ছেলে সাম্প্রতিক ক্যানসার আতঙ্ক ও অ্যাস্টোরিয়া ট্রেন স্টেশনে ডাকাতির ঘটনার পর পড়াশোনায় পিছিয়ে পড়ে। তাই ব্যক্তিগত চাপেই এমন ভুল করেছে। তিনি যোগ করেন, “আমি তার কাজকে সমর্থন করি না, তবে বুঝতে পারি কেন সে করেছে। একজন বাবা হিসেবে আমি ছেলের পাশে আছি।”

কিন্তু শিক্ষার্থী ও শিক্ষকদের দাবি ভিন্ন। তাদের মতে, নায়েম ছিল পুরো চক্রের হোতা। সহপাঠী ক্যাটালিনা পিকাটো বলেন, “সে বহুদিন ধরে এ কাজ করে আসছিল। ধরা পড়ার পর ফেসবুকেও আক্ষেপ করেছে।”

২০১২ সালের ১৮ জুন স্প্যানিশ রিজেন্টস পরীক্ষায় টেক্সট করে উত্তর পাঠাতে গিয়ে নায়েম ধরা পড়ে। পরে তার মোবাইলে আরও তিনটি পরীক্ষার উত্তর খুঁজে পাওয়া যায়। ফলে তাকে অন্য স্কুলে স্থানান্তর করতে বাধ্য করা হয়।

নিউইয়র্ক ম্যাগাজিনের অনুসন্ধানী প্রতিবেদন

নিউইয়র্ক ম্যাগাজিনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নায়েম নিয়মিত হোমওয়ার্কের উত্তর শেয়ার করত, পুরোনো প্রশ্ন সংগ্রহ করত এবং অনেক সময় পরীক্ষার খাতাও ফোনে পাঠিয়ে দিত। নায়েম দাবি করে, স্টাইভেসান্টের অতি প্রতিযোগিতামূলক পরিবেশ শিক্ষার্থীদেরকে নকলের দিকে ঠেলে দেয়।

এমনকি এক জীববিজ্ঞানের শিক্ষক পরীক্ষার অ্যাসাইনমেন্টে সবার উত্তর সঠিক হলে তিন নম্বর বাড়িয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। যদিও নায়েমকে উত্তর শেয়ার করতে ধরা হয়েছিল, শিক্ষক তবুও বিষয়টি রিপোর্ট করেননি।

ভ্যালেডিক্টোরিয়ান ভিনায় মায়ার সমাপনী ভাষণে স্বীকার করেন, “স্টাইভেসান্ট হলো এক অস্থির পরিবেশ, যেখানে করিডরে হোমওয়ার্ক কপি, ক্লাস ফাঁকি আর ফেসবুকে নকল ছিল সাধারণ ব্যাপার।”

স্কুলের কঠোর পদক্ষেপ

এই কেলেঙ্কারির পর স্কুল কর্তৃপক্ষ মোবাইল ব্যবহার কড়া নজরদারিতে আনে। নতুন শিক্ষাবর্ষের প্রথম দুই দিনেই ১৭টি মোবাইল ফোন জব্দ করা হয়। শিক্ষার্থীদের দিয়ে ‘অ্যাকাডেমিক অনেস্টি পলিসি’ স্বাক্ষর করানো হয় এবং একটি ‘অনার কোড’ প্রণয়নে উদ্যোগ নেওয়া হয়।

প্রধান শিক্ষকের পদত্যাগ

চিটিং কেলেঙ্কারির তদন্তের মধ্যেই দীর্ঘদিনের প্রধান শিক্ষক স্ট্যানলি টেইটেল অবসরের ঘোষণা দেন। যদিও শিক্ষা বিভাগ সরাসরি তদন্তকে তার পদত্যাগের সঙ্গে যুক্ত করেনি, তবে এই ঘটনায় মোট ৭১ জন শিক্ষার্থীকে অভিযুক্ত করা হয়। তাদের মধ্যে ছয়জন, নায়েম আহসানসহ, সাময়িক বরখাস্ত হয়।

অন্যদের বিভিন্ন শাস্তি দেওয়া হয়—কেউ নেতৃত্বের পদে নিষিদ্ধ হয়, কেউ ক্যাম্পাসের বাইরে লাঞ্চে যাওয়া থেকে বঞ্চিত হয়, আবার অনেককে পুনরায় পরীক্ষা দিতে হয়।

স্টাইভেসান্ট অভিভাবক সমিতির সহ-সভাপতি পিটার গালাসিনাও বলেন, “টেইটেল ছিলেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে সম্মানিত নেতা। তার বিদায় আমাদের জন্য দুঃখজনক।”

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত