পশ্চিম লস এঞ্জেলেসে ধাওয়া শেষে দুর্ঘটনায় আহত ৫
ছবিঃ এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের সদস্যদের ধাওয়া এড়িয়ে পালানোর সময় চুরি করা গাড়ির এক চালক ভয়াবহ দুর্ঘটনা ঘটিয়েছে। এতে বুধবার সন্ধ্যায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
পুলিশ জানায়, পশ্চিমমুখী ১০ ফ্রিওয়েতে পালানোর সময় চালক গাড়ির জানালা দিয়ে একের পর এক ব্যাটারি ছুড়ে মারছিলেন। এতে তাঁর বিরুদ্ধে ‘মারণাস্ত্র দিয়ে হামলা’র অভিযোগও যোগ হতে পারে। প্রাথমিক তথ্যে জানা গেছে, দুর্ঘটনায় অন্তত তিনটি গাড়ি জড়িত ছিল এবং এর একটি গাড়িতে আগুন ধরে যায়।
আহতদের মধ্যে চারজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে, আর একজনকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে দুইজনই সন্দেহভাজন এবং তাদের গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনাস্থলের আকাশ থেকে ধারণ করা ভিডিওতে দেখা গেছে, ওভারল্যান্ড অ্যাভিনিউর কাছে বিপুল পুলিশ ও দমকল কর্মী মোতায়েন রয়েছে। দমকলকর্মীরা জ্বলতে থাকা গাড়িতে পানি ছিটাচ্ছিলেন এবং চিকিৎসাকর্মীরা আহতদের সেবা দিচ্ছিলেন।
এ ঘটনায় কোনো শেরিফ সদস্য আহত হননি।
এলএবাংলাটাইমস/ওএম
								
 										
										নিজস্ব প্রতিবেদক									
 								
							
									
									
 
 
												
												
												
												
													
												
													
												
													
												
													
												
													
												
													
												
শেয়ার করুন