ক্যালিফোর্নিয়ার মানচিত্র বদলে ‘ট্রাম্প প্রেসিডেন্সির সমাপ্তি’ ঘোষণা নিউজমের
ছবিঃ এলএবাংলাটাইমস
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম ঘোষণা দিয়েছেন, অঙ্গরাজ্যটি নতুন কংগ্রেশনাল মানচিত্র প্রণয়ন করবে যা তাঁর ভাষায় “ট্রাম্প প্রেসিডেন্সির সমাপ্তি ঘটাবে” এবং ডেমোক্র্যাটদের যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ফিরিয়ে দেবে।
মঙ্গলবার রাতে সামাজিক মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধাঁচে লেখা এক পোস্টে নিউজম বলেন, “ডোনাল্ড ‘টাকো’ ট্রাম্প সময়সীমা মিস করেছে! ক্যালিফোর্নিয়া এখন নতুন, আরও সুন্দর মানচিত্র আঁকবে। এটি হবে ঐতিহাসিক, কারণ এই মানচিত্রই ট্রাম্প প্রেসিডেন্সির শেষ করবে (ডেমোক্র্যাটরা হাউস ফিরিয়ে নেবে!)”
এই ঘোষণা এসেছে এমন সময়, যখন টেক্সাসের রিপাবলিকানরা নিজেদের সুবিধায় কংগ্রেশনাল মানচিত্র বদলাচ্ছে। এর প্রতিক্রিয়ায় কিছু নীল অঙ্গরাজ্য পাল্টা পদক্ষেপের হুমকি দিচ্ছে। নিউজম প্রস্তাব দিয়েছেন, ক্যালিফোর্নিয়ায় রিপাবলিকানদের হাতে থাকা পাঁচটি আসন বাদ দেওয়া হতে পারে।
টেক্সাসে চলমান পুনঃমানচিত্র অঙ্কন রাজনৈতিকভাবে জাতীয় প্রভাব ফেলতে পারে। প্রস্তাবিত মানচিত্র রিপাবলিকানদের আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনে অতিরিক্ত ৩ থেকে ৫টি আসন এনে দিতে পারে, যা তাদের ক্ষীণ সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে সহায়ক হবে।
ক্যালিফোর্নিয়া স্টেট অ্যাসেম্বলির স্পিকার রবার্ট রিভাসের মুখপাত্র এবিসি নিউজকে জানিয়েছেন, রাজ্য আইনসভা শুক্রবার খসড়া মানচিত্র প্রকাশের লক্ষ্য নিয়েছে।
নিউজম তাঁর পোস্টে মানচিত্রের বিস্তারিত জানাননি, তবে আগে ইঙ্গিত দিয়েছিলেন, নভেম্বরের একটি বিশেষ নির্বাচনে মানচিত্র অনুমোদনের বিষয়টি ভোটে তোলার কথা বিবেচনা করছেন। তিনি এই সপ্তাহে ‘প্রভাবশালী’ ডেমোক্র্যাটদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে অংশ নেবেন বলেও জানিয়েছেন, যদিও কারা উপস্থিত থাকবেন তা স্পষ্ট করেননি।
এর আগে সোমবার নিউজম প্রেসিডেন্ট ট্রাম্পকে চিঠি লিখে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট ও অন্যান্য রিপাবলিকান গভর্নরদের মানচিত্র পুনর্নির্ধারণের প্রচেষ্টা পরিত্যাগ করতে অনুরোধ করেন।
মঙ্গলবার টেক্সাস প্রতিনিধি পরিষদ আবারও কোরাম গঠন করতে ব্যর্থ হয়। হাউস স্পিকার ডাস্টিন বারোজ জানিয়েছেন, শুক্রবার আবার অধিবেশন বসবে। ততদিনে কোরাম না হলে গভর্নর অ্যাবট বর্তমান বিশেষ অধিবেশন শেষ করে সঙ্গে সঙ্গেই দ্বিতীয় বিশেষ অধিবেশন ডাকবেন।
এলএবাংলাটাইমস/ওএম
								
 										
										নিজস্ব প্রতিবেদক									
 								
							
									
									
 
 
												
												
												
												
													
												
													
												
													
												
													
												
													
												
													
												
শেয়ার করুন