মেরিল্যান্ডে ডাক্তার পরিচয় চুরি করে জাল প্রেসক্রিপশন, একজনের দোষ স্বীকার
রোলিং হিলসে গৃহকোন্দল, হত্যার পর আত্মহত্যায় নিহত ৩
ছবিঃ এলএবাংলাটাইমস
ক্যালিফোর্নিয়ার রোলিং হিলসে এক বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে এ ঘটনাকে প্রাথমিকভাবে হত্যার পর আত্মহত্যা (মার্ডার-সুইসাইড) বলে ধারণা করছে তদন্তকারীরা।
ঘটনাটি স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটের দিকে ক্রেস্ট রোড ইস্টের ১০০ ব্লকের একটি বাড়িতে ঘটে। লোমিটা শেরিফ স্টেশনের কর্মকর্তারা জানান, এক নারী ফোন করে জানান যে তিনি তার বোন এবং বাবাকে মৃত অবস্থায় পেয়েছেন। পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে আরও এক নারীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
শেরিফ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে ঘটনাটি পারিবারিক সহিংসতা থেকে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে এবং এটি একটি হত্যার পর আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে এ ঘটনায় সম্প্রদায়ের জন্য কোনো হুমকি নেই।
ভুক্তভোগীদের পরিচয় এবং মৃত্যুর সঠিক কারণ এখনো প্রকাশ করা হয়নি। এ বিষয়ে অতিরিক্ত তথ্য থাকলে লস অ্যাঞ্জেলস কাউন্টি শেরিফ বিভাগের হত্যাকাণ্ড তদন্ত ইউনিটের (৩২৩) ৮৯০-৫৫০০ নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন