আটককেন্দ্রে মেক্সিকান অভিবাসীর মৃত্যু, চলতি বছরে আইসিই হেফাজতে ১৪তম প্রাণহানি
অরেঞ্জ সিটি কাউন্সিলের অনুমোদন: দুর্ঘটনাপ্রবণ ট্রাফিক সার্কেলে নতুন নিরাপত্তা ব্যবস্থা
ছবিঃ এলএবাংলাটাইমস
অরেঞ্জ সিটি কাউন্সিল শহরের ওল্ড টাউন এলাকার বহুল দুর্ঘটনাপ্রবণ একটি ট্রাফিক সার্কেলে নিরাপত্তা জোরদারের জন্য নতুন পদক্ষেপ অনুমোদন করেছে। দীর্ঘদিন ধরে এই এলাকাটি বারবার দুর্ঘটনার জন্য কুখ্যাত হয়ে উঠেছে।
সর্বশেষ দুর্ঘটনা ঘটে গত মাসে, এর আগে গত নভেম্বরে একই ধরনের আরেকটি ঘটনা ঘটে। ২০২৩ সালে এক কিশোর চালকের বেপরোয়া গাড়ি চালনার ফলে ভয়াবহ দুর্ঘটনায় প্লাজার ঐতিহাসিক ফোয়ারার একটি অংশ ধ্বংস হয়ে যায়।
মঙ্গলবার সিটি কাউন্সিলের বৈঠকে ৫-২ ভোটে অনুমোদিত পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে—অতিরিক্ত ক্র্যাশ-রেটেড বলার্ড, বড় পাথর (বোল্ডার), রাতের বেলা সড়ক বন্ধ রাখা এবং রেইজড মিডিয়ান আইল্যান্ড তৈরি। এসব উন্নয়নমূলক কাজের আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৯ লাখ ডলার। তবে প্রস্তাবিত রাম্বল স্ট্রিপস অনুমোদন দেওয়া হয়নি।
মেয়র প্রো টেম ডেনিস বিলোডেউ বলেন, “রাম্বল স্ট্রিপস সারাক্ষণ শব্দ তৈরি করবে। আমি মনে করি এটা ভালো সিদ্ধান্ত হবে না।”
অন্যদিকে স্থানীয় বাসিন্দা জর্ডান ইনগারসোল জানান, “এলাকায় অনেক বার আছে, মানুষ মদ খেয়ে গাড়ি চালায়। আসলে আর কী-ই বা বলা যায়, মানুষ পাগলের মতো চালায়।”
শহর কর্তৃপক্ষ এর আগেও কয়েকটি নিরাপত্তা উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে—প্রতিফলকযুক্ত রাস্তার মার্কার বসানো, অতিরিক্ত ট্রাফিক সাইন ও লেন মার্কার যোগ করা এবং রাতের বেলায় ট্রাফিক সিগন্যালে বিশেষ সমন্বয় করা।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন