সান্তা মনিকায় ফ্রাইং প্যানের আঘাতে শিশুর মৃত্যু, মাকে গ্রেপ্তার
দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শীতকালীন বৃষ্টিতে রেকর্ড, সামনে আরও শক্তিশালী ঝড়
ছবিঃ এলএবাংলাটাইমস
দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় চলতি শীত মৌসুমে টানা ভারী বৃষ্টিতে একের পর এক বৃষ্টিপাতের রেকর্ড ভেঙে যাচ্ছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, এই সপ্তাহান্তে আরও একটি শক্তিশালী ঝড় আসছে, যা নতুন করে বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়াতে পারে।
২০২৪ সালে দীর্ঘ শুষ্ক সময়ের পর—যা গত জানুয়ারির ভয়াবহ অগ্নিকাণ্ডকে উসকে দিয়েছিল—এ বছরের শীত যেন তার ঘাটতি পুষিয়ে দিচ্ছে। ইতোমধ্যে কিছু এলাকায় পুরো মৌসুমের গড় বৃষ্টিপাতের কাছাকাছি বৃষ্টি হয়ে গেছে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিসের (NWS) অক্সনার্ড কার্যালয়ের আবহাওয়াবিদ মাইক ওফোর্ড বলেন, “এটি সত্যিই ব্যতিক্রমী একটি মৌসুম। স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত অনেক বেশি।”
সপ্তাহান্তের ঝড়ে দমকা হাওয়া, আরও বৃষ্টি এবং আগের আগুনে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে (বার্ন স্কার) বন্যার আশঙ্কা রয়েছে। উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা ফ্রন্ট শনিবার লস অ্যাঞ্জেলেসে পৌঁছাবে এবং রোববার পর্যন্ত বৃষ্টি ও উঁচু এলাকায় তুষারপাত হতে পারে। লস অ্যাঞ্জেলেসে বৃষ্টি আগের ঝড়ের মতো ভয়াবহ নাও হতে পারে, তবে সেন্ট্রাল কোস্টে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভালো দিক হলো, এই ভেজা আবহাওয়া আপাতত অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাচ্ছে। প্যালিসেডস ও ইটন আগুনের প্রথম বার্ষিকী সামনে থাকলেও, স্বল্পমেয়াদে বড় আগুনের আশঙ্কা কম বলে জানিয়েছেন ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশনের ব্যাটালিয়ন চিফ ডেভিড আকুনা। তবে তিনি সতর্ক করে বলেন, বৃষ্টি থেমে গেলে ঘাস দ্রুত শুকিয়ে আবার ঝুঁকি বাড়তে পারে।
অক্টোবর ১ থেকে শুরু হওয়া বর্ষা মৌসুমে লস অ্যাঞ্জেলেস এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। বড়দিন ও নববর্ষে শক্তিশালী ঝড় এই প্রবণতা আরও বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের ড্রট মনিটর বলছে, ২০২৫ সালের শেষ দিকের বৃষ্টিতে ক্যালিফোর্নিয়া প্রায় পুরোপুরি খরা পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছে—এমনকি জানুয়ারি ও ফেব্রুয়ারির সবচেয়ে ভেজা সময় আসার আগেই।
নতুন বছরের দিনে পাসাডেনার রোজ প্যারেডে বৃষ্টি হয়েছিল—২০০৬ সালের পর এই প্রথম। ওই ঝড়ে বহু দৈনিক বৃষ্টির রেকর্ড ভেঙে যায়।
অক্সনার্ডে ১.০৯ ইঞ্চি, স্যানবার্গে ১.২৫ ইঞ্চি, হলিউড বারব্যাঙ্ক বিমানবন্দরে ১.৩২ ইঞ্চি বৃষ্টি পড়ে—সবই নতুন রেকর্ড। লং বিচ বিমানবন্দরে ৪০ বছরের পুরোনো রেকর্ড ভেঙে ১.১১ ইঞ্চি বৃষ্টি হয়। ল্যাঙ্কাস্টারেও রেকর্ড বৃষ্টি হয়েছে।
বৃষ্টির কারণে সান ফার্নান্দো ভ্যালির ফাইভ ফ্রিওয়েতে জলাবদ্ধতা তৈরি হলে কয়েক ঘণ্টা লেন বন্ধ রাখতে হয়। সান ডিয়েগোতে দ্রুত স্রোতের পানিতে আটকা পড়ে এক ব্যক্তি ও তার কন্যাকে উদ্ধার করা হয়। অরেঞ্জ কাউন্টির সান্তা আনা নদী থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শারম্যান ওকসে একটি আবাসিক নির্মাণস্থলে পাহাড়ি ঢাল থেকে কাদা ও ধ্বংসাবশেষ নেমে এলেও কেউ আহত হয়নি।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, সপ্তাহান্তের ঝড়ে উপকূল ও উপত্যকা এলাকায় ১–৩ ইঞ্চি এবং পাহাড়ি এলাকায় ৩–৬ ইঞ্চি বৃষ্টি হতে পারে। ঘণ্টায় বৃষ্টির হার ০.২৫–০.৫ ইঞ্চি হলেও কোথাও কোথাও ১ ইঞ্চি পর্যন্ত হতে পারে, যা বন্যা ও ভূমিধস ঘটাতে পারে। তুষারস্তর ৬,৫০০ ফুটের ওপরে থাকবে; সর্বোচ্চ চূড়ায় ৯–১২ ইঞ্চি তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
ভেনচুরা ও সান্তা বারবারা কাউন্টির পাহাড়ি এলাকায়, পাশাপাশি সান লুইস অবিসপো ও সান্তা লুসিয়া পর্বতমালায় দমকা হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। ভেজা মাটির কারণে গাছ উপড়ে পড়ার ঝুঁকিও রয়েছে।
লস অ্যাঞ্জেলেস কাউন্টির জনস্বাস্থ্য বিভাগ বৃষ্টির ফলে ব্যাকটেরিয়ার মাত্রা বেড়ে যাওয়ায় সৈকতের পানিতে নামতে নিষেধ করেছে। এই সতর্কতা অন্তত সোমবার বিকেল ৪টা পর্যন্ত কার্যকর থাকবে।
আবহাওয়াবিদরা জানান, সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে আরও একটি ঠান্ডা ঝড় আসতে পারে, যাতে বজ্রসহ বৃষ্টি, শিলাবৃষ্টি এবং ৫,০০০ ফুট পর্যন্ত তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর ক্যালিফোর্নিয়ায় এই ঝড় বেশি আঘাত হানতে পারে এবং শহরাঞ্চল ও সড়কে বন্যার ঝুঁকি বাড়াতে পারে।
অক্টোবর ১ থেকে ডিসেম্বর ৩১ পর্যন্ত ‘ওয়াটার ইয়ার’-এর শুরুটা ইতিহাসের সবচেয়ে ভেজা সময়গুলোর একটি। অক্সনার্ড ও সান্তা বারবারায় এটি সর্বকালের ভেজা সূচনা। এখন পর্যন্ত ডাউনটাউন লস অ্যাঞ্জেলেসে ১১.৬৪ ইঞ্চি বৃষ্টি হয়েছে, যা পুরো বছরের স্বাভাবিক বৃষ্টির প্রায় ৮২ শতাংশ।
তবে আবহাওয়া বিভাগ বলছে, এই ঝড়চক্রের পর টানা কয়েক দিন—এমনকি দুই সপ্তাহ পর্যন্ত—শুষ্ক আবহাওয়া থাকতে পারে।
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন