সান্তা মনিকায় ফ্রাইং প্যানের আঘাতে শিশুর মৃত্যু, মাকে গ্রেপ্তার
নববর্ষের রাতে ভেনচুরা কাউন্টিতে গোলাগুলি; ৫ জন গ্রেপ্তার
ছবিঃ এলএবাংলাটাইমস
যুক্তরাষ্ট্রের ভেনচুরা কাউন্টিতে নববর্ষের রাতে বন্দুক হামলার ঘটনায় দুই প্রাপ্তবয়স্ক ও তিন কিশোরকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার এ তথ্য জানায় কর্তৃপক্ষ।
ভেনচুরা কাউন্টি শেরিফ অফিস (VCSO) জানায়, বৃহস্পতিবার রাত ১টা ৩০ মিনিটের কিছু আগে থাউজ্যান্ড ওকস শহরের লস ফেলিজ ড্রাইভের ১৯০০ ব্লকে গোলাগুলির খবর পেয়ে ডেপুটিরা ঘটনাস্থলে পৌঁছান।
শেরিফ অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্যক্ষদর্শীরা একাধিক গুলির শব্দ শোনার পাশাপাশি কয়েকজন সন্দেহভাজনকে ঘটনাস্থলে দেখতে পান, যাদের মধ্যে একজনকে হাতে বন্দুক নিয়ে গুলি ছুঁড়তে দেখা গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে গুলিবর্ষণের প্রমাণ উদ্ধার করা হয়েছে।
পরে ইস্ট কাউন্টি ইনভেস্টিগেশনস ব্যুরোর গোয়েন্দারা তদন্তে নেমে অতিরিক্ত আলামত সংগ্রহ করেন। এর ভিত্তিতে তিন কিশোরের পাশাপাশি ১৯ বছর বয়সী কোলজিও বার্নাল ও ১৮ বছর বয়সী লিওনার্দো বাসকে শনাক্ত করা হয়। তারা সবাই থাউজ্যান্ড ওকসের বাসিন্দা।
২ জানুয়ারি তদন্তকারীরা থাউজ্যান্ড ওকসে একটি গাড়িতে করে চলাচলরত অবস্থায় পাঁচ সন্দেহভাজনকে শনাক্ত করে গাড়িটি থামিয়ে সবাইকে আটক করেন। গাড়ির ভেতর থেকে হামলায় ব্যবহৃত বলে ধারণা করা একটি হ্যান্ডগান এবং গ্যাং-সংক্রান্ত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।
কিশোর সন্দেহভাজনদের বয়স কম হওয়ায় তাদের নাম প্রকাশ করা হয়নি। তাদের বিরুদ্ধে গাড়িতে লোডেড আগ্নেয়াস্ত্র বহন, গাড়ির যাত্রীদের হাতে আগ্নেয়াস্ত্র থাকা, অবৈধভাবে গুলি ছোড়া, ষড়যন্ত্র এবং স্ট্রিট গ্যাংয়ের স্বার্থে অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে। তাদের ভেনচুরা কাউন্টি জুভেনাইল জাস্টিস সেন্টারে পাঠানো হয়েছে।
অন্যদিকে বার্নাল ও বাসকে অপ্রাপ্তবয়স্কদের অপরাধে জড়াতে সহায়তার অভিযোগে ভেনচুরা কাউন্টি প্রি-ট্রায়াল ডিটেনশন ফ্যাসিলিটিতে রাখা হয়েছে।
সব সন্দেহভাজনের আদালতে হাজিরার তারিখ এখনও নির্ধারিত হয়নি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, থাউজ্যান্ড ওকস পুলিশ বিভাগ গ্যাং সহিংসতার বিরুদ্ধে শূন্য-সহনশীল নীতি অনুসরণ করে। কেউ যদি কোনো অপরাধমূলক বা গ্যাং-সংক্রান্ত তথ্য জানেন, তবে জরুরি প্রয়োজনে ৯১১ অথবা অজরুরি ক্ষেত্রে (৮০৫) ৬৫৪-৯৫১১ নম্বরে শেরিফের ডিসপ্যাচে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতারা চাইলে পরিচয় গোপন রাখতে পারবেন।
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন