আপডেট :

        সান্তা মনিকায় ফ্রাইং প্যানের আঘাতে শিশুর মৃত্যু, মাকে গ্রেপ্তার

        ইউ-হল প্রতিবেদন: ২০২৫ সালে স্থানান্তরে শীর্ষে টেক্সাস, তলানিতে ক্যালিফোর্নিয়া

        লস এঞ্জেলেস কাউন্টিতে মেকানিক নিয়োগ দিচ্ছে ইউএসপিএস

        অ্যারিজোনায় স্ল্যাকলাইনে ধাক্কা লেগে হেলিকপ্টার দুর্ঘটনা, চারজন নিহত

        সোভিয়েত ইউনিয়নের কাছে গোপন তথ্য বিক্রি করা সিআইএ এজেন্ট অলড্রিচ এমসের মৃত্যু

        গ্রিনল্যান্ড অধিগ্রহণে সামরিক ব্যবহারের বিকল্পও বিবেচনায়—হোয়াইট হাউস

        ডেমোক্র্যাট-শাসিত ৫ অঙ্গরাজ্যে সামাজিক সেবার ১০ বিলিয়ন ডলার তহবিল স্থগিত করছে ট্রাম্প প্রশাসন

        অনলাইনে ব্যক্তিগত তথ্য মুছে ফেলতে সহায়তা করছে ক্যালিফোর্নিয়ার DROP ওয়েবসাইট

        ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১২০ বছরের পুরোনো হলিউড মোটেল

        নববর্ষের রাতে ভেনচুরা কাউন্টিতে গোলাগুলি; ৫ জন গ্রেপ্তার

        সামরিক শৃঙ্খলা ভাঙার অভিযোগ: ডেমোক্র্যাট সিনেটর মার্ক কেলিকে শাস্তির পথে পেন্টাগন

        শিশুদের টিকাদান নীতিতে বড় পরিবর্তন: কোভিড ও হেপাটাইটিসসহ একাধিক টিকা আর বাধ্যতামূলক নয় যুক্তরাষ্ট্রে

        ভেনেজুয়েলার পর কোন কোন দেশ ট্রাম্পের নজরে?

        ভেনেজুয়েলা ইস্যু ও শাটডাউন সংকটে ওয়াশিংটনে ফিরছেন মার্কিন আইনপ্রণেতারা

        লস অ্যাঞ্জেলেসের শপিং সেন্টারের বাইরে গুলিতে একজন নিহত, একজন হাসপাতালে ভর্তি

        কারাকাসে হামলার পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আটক করার দাবি যুক্তরাষ্ট্রের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শীতকালীন বৃষ্টিতে রেকর্ড, সামনে আরও শক্তিশালী ঝড়

        ২০২৬ সালে কার্যকর নতুন আইন: ক্যালিফোর্নিয়ার সব ক্রেতার জন্য বড় পরিবর্তন

        হন্ডুরাস, নেপাল ও নিকারাগুয়ার ৬০ হাজার অভিবাসীর বৈধ মর্যাদা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করলেন আদালত

        পালিসেডস আগুনে LAFD–এর ভুল ঢাকতে চেয়েছিল নেতৃত্ব, তবু প্রকাশ পেয়েছে সত্য

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১২০ বছরের পুরোনো হলিউড মোটেল

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১২০ বছরের পুরোনো হলিউড মোটেল

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের হলিউডে সপ্তাহান্তে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক বছরের পুরোনো একটি ঐতিহাসিক মোটেল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট (LAFD) জানিয়েছে, রোববার ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে সানসেট বুলেভার্ডের ৬৭০০ ব্লকে আগুন লাগার খবর পাওয়া যায়। ঘটনাস্থলটি ছিল হলিউড সেন্টার মোটেল, যা প্রথম নির্মিত হয়েছিল ১৯০৫ সালে।

ফায়ার ডিপার্টমেন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান বোর্ড দিয়ে বন্ধ করে রাখা দুইতলা একটি ক্র্যাফটসম্যান ধাঁচের ভবন—যা একসময় বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে ব্যবহৃত হতো—এর প্রথম ও দ্বিতীয় তলা থেকে তীব্র আগুন জ্বলছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিয়ে ইঞ্জিন ক্যাপ্টেন তাৎক্ষণিকভাবে ঘটনাটিকে ‘স্ট্রাকচার ফায়ার’ হিসেবে ঘোষণা করেন এবং অতিরিক্ত জনবল ও সরঞ্জাম চেয়ে নেন।

আগুন নেভানোর সময় ভবনের ভেতর থেকে সাহায্যের আর্তচিৎকার শোনা যায়। এতে দমকলকর্মীরা ঝুঁকি নিয়েও উদ্ধার অভিযানের কৌশলে আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যান বলে কর্মকর্তারা জানান।

শেষ পর্যন্ত ৪২ বছর বয়সী এক ব্যক্তি জানালা ভেঙে বেরিয়ে আসেন এবং নিচে অপেক্ষমান প্যারামেডিকদের কাছে নেমে আসেন। তার হাতে সামান্য আঘাত লাগে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তিনি আগুনে দগ্ধ হননি। এ ছাড়া আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দমকল বাহিনীর প্রায় ১ ঘণ্টা ১২ মিনিটের প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে দ্বিতীয় দফা তল্লাশিতে নিশ্চিত করা হয়, ভবনের ভেতরে আর কেউ ছিল না। আগুন নিয়ন্ত্রণে আসার পর নিরাপত্তাজনিত কারণে ভবনটি ভেঙে ফেলা হয়।

আগুন লাগার কারণ খতিয়ে দেখছে এলএএফডির অগ্নিসংযোগ ও সন্ত্রাসবিরোধী শাখা।

হলিউড হেরিটেজ মিউজিয়াম ঐতিহাসিক এই স্থাপনা হারানোর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। তারা একে “প্রধান সড়কের পাশে অবস্থিত প্রাক-সংযুক্তিকরণ যুগের হলিউডের শেষ দিককার ঐতিহাসিক সম্পত্তিগুলোর একটি” বলে উল্লেখ করেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, আগুন লাগার মাত্র কয়েক সপ্তাহ আগেই কালচারাল হেরিটেজ কমিশন ভবনটিকে সম্ভাব্য ঐতিহাসিক স্থাপনা হিসেবে তালিকাভুক্ত করার বিষয়ে বিবেচনার সিদ্ধান্ত নিয়েছিল।

কমিশনের সদস্যরা চলতি সপ্তাহেই স্থাপনাটি পরিদর্শনের পরিকল্পনা করেছিলেন। তবে ৭ জানুয়ারি নির্ধারিত মোটেলটি নিয়ে একটি ভার্চুয়াল অনুষ্ঠান পূর্বনির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। মিউজিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে, এই অনুষ্ঠানটি হবে একদিকে ঐতিহাসিক এই স্থাপনার প্রতি শ্রদ্ধা, অন্যদিকে অবহেলার কারণে ঝুঁকিপূর্ণ ঐতিহাসিক ভবন ধ্বংস রোধে করণীয় নিয়ে আলোচনা।

কর্তৃপক্ষ জানায়, “১৯০৫ সাল থেকে শুরু হওয়া হলিউড সেন্টার মোটেলের ১২০ বছরের ইতিহাস এখানেই শেষ হলো।” আগুনটি মূলত কুইন অ্যান ধাঁচের বাড়িটিতে ছড়িয়ে পড়ে, যা ছিল পুরো কমপ্লেক্সের কেন্দ্রবিন্দু। জননিরাপত্তার স্বার্থে ভবনগুলো ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় এলএএফডি।

১৯১০ সালে লস অ্যাঞ্জেলেসের সঙ্গে একীভূত হওয়ার আগের হলিউডের ইতিহাসের স্মারক ছিল এই মোটেল। পুরো কমপ্লেক্সে ছিল তিনতলা শিঙ্গল-স্টাইলের বাড়ি, ১৯২২ সালের কলোনিয়াল রিভাইভাল বাংলো এবং মধ্য-২০ শতকের বিভিন্ন স্থাপত্য উপাদান—যার মধ্যে ছিল ব্রিজ ব্লক দেয়াল, বিশেষ লেটারিং ও পর্যটকদের আকর্ষণ করা একটি মারকুই সাইন।

  এলএবাংলাটাইমস/ওএম  

শেয়ার করুন

পাঠকের মতামত