আপডেট :

        ৭৫টি দেশের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া স্থগিত করছে যুক্তরাষ্ট্র, তালিকায় বাংলাদেশ

        ক্যালিফোর্নিয়ায় দুই বড় হোম ইন্স্যুরেন্স কোম্পানির প্রিমিয়াম বাড়ছে

        ট্রান্সজেন্ডার ক্রীড়াবিদদের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখতে পারে মার্কিন সুপ্রিম কোর্ট

        ভেনেজুয়েলায় আটক কিছু মার্কিন নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে: যুক্তরাষ্ট্র

        ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি হলে ‘খুব শক্ত প্রতিক্রিয়া’ নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

        লস এঞ্জেলেসে সপ্তাহান্তে ICE তল্লাশিতে অন্তত এক ডজন মানুষ গ্রেফতার

        ব্যাকটেরিয়ার মাত্রা বেড়ে যাওয়ায় লস এঞ্জেলেস কাউন্টির একাধিক সৈকতে সমুদ্রজলে সতর্কতা

        ক্যালিফোর্নিয়ায় কাজের জায়গায় ল্যান্ডস্কেপার দম্পতিকে নির্মমভাবে মারধর, সরঞ্জাম লুট

        অরেঞ্জ কাউন্টিতে হাইস্কুল ফুটবল কোচের প্রাণ বাঁচালেন ছুটিতে থাকা ফায়ারফাইটার

        হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো

        ইরান ইস্যুতে পরবর্তী পদক্ষেপ কী হবে—জটিল সিদ্ধান্তের মুখে যুক্তরাষ্ট্র

        আইসিই এজেন্টের তহবিলে ১০ হাজার ডলার দিলেন বিল অ্যাকম্যান

        এলএ শেরিফের ডেপুটিকে দেওয়া কফির কাপে ‘শূকরের ছবি’

        ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করেছে মার্কিন বিচার বিভাগ

        ইরানে বিক্ষোভে শতাধিক নিহত, ‘খুব শক্ত’ সামরিক বিকল্প ভাবছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

        মিনিয়াপোলিসে আইসিইবিরোধী বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ, বহুজন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে অস্থায়ী বিদেশি কর্মীদের জন্য আরও ৩৫ হাজার ওয়ার্ক ভিসা ঘোষণা

        ক্যালিফোর্নিয়ার যে শহরগুলোতে সবচেয়ে দ্রুত কমছে বাড়ির দাম

        কলম্বিয়ায় বিমান দুর্ঘটনায় জনপ্রিয় সংগীতশিল্পী ইয়েসন হিমেনেসসহ ছয়জন নিহত

        অরেঞ্জ কাউন্টিতে গাড়ির ধাক্কায় হুইলচেয়ারে থাকা নারী নিহত

এলএ শেরিফের ডেপুটিকে দেওয়া কফির কাপে ‘শূকরের ছবি’

এলএ শেরিফের ডেপুটিকে দেওয়া কফির কাপে ‘শূকরের ছবি’

ছবিঃ এলএবাংলাটাইমস

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের এক ডেপুটিকে কফি পরিবেশনের সময় কাপে হাতে আঁকা একটি শূকরের ছবি দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে শেরিফ বিভাগ। ক্যালিফোর্নিয়ার নরওয়াক এলাকার একটি স্টারবাকস আউটলেটে গত ৯ জানুয়ারি এই ঘটনা ঘটে।

এক বিবৃতিতে লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের পক্ষ থেকে বলা হয়, শূকরের ছবি সাধারণত আইনশৃঙ্খলা বাহিনীকে হেয় করতে ব্যবহার করা হয়। তাই এই আচরণকে তারা “চরমভাবে আপত্তিকর, অনুচিত এবং অগ্রহণযোগ্য” বলে আখ্যা দিয়েছে।

যে ডেপুটিকে এই কফি দেওয়া হয়েছিল, তিনি নিজের ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লেখেন, টানা ১৬ ঘণ্টার দায়িত্ব পালনের মাঝখানে সামান্য শক্তি পাওয়ার জন্য তিনি ওই স্টারবাকসে কফি নিতে গিয়েছিলেন।

ইনস্টাগ্রাম পোস্টে তিনি বলেন, “দীর্ঘ সময় ধরে জনগণের সেবা করার পর বিষয়টি আমাকে হতাশ ও অসম্মানিত মনে হয়েছে। আমি শুধু ক্যাফেইন চেয়েছিলাম, কিন্তু এর বদলে অস্বস্তি নিয়ে সেখান থেকে বের হতে হয়েছে।”

শেরিফ বিভাগের কর্মকর্তারা জানান, ডেপুটি বিষয়টি দোকানটির ম্যানেজারকে জানান। ম্যানেজার তাকে আশ্বাস দেন, ঘটনাটি তদন্ত করা হবে।

ঘটনার কথা জানার পর লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ রবার্ট লুনা স্টারবাকসের করপোরেট নিরাপত্তা বিভাগের সঙ্গে যোগাযোগ করেন। শেরিফ বিভাগের বিবৃতিতে বলা হয়, এই যোগাযোগের উদ্দেশ্য ছিল বিষয়টি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করা এবং দায়বদ্ধতা নিশ্চিত করা।

শেরিফ লুনা নিজেও সংশ্লিষ্ট ডেপুটির সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক ও মানসিক অবস্থার খোঁজ নেন। পাশাপাশি তিনি জানান, শেরিফ বিভাগের সদস্যদের বিরুদ্ধে এ ধরনের অসম্মানজনক আচরণ কখনোই সহ্য করা হবে না।

এদিকে, রোববার সন্ধ্যায় কেটিএলএকে দেওয়া এক বিবৃতিতে স্টারবাকসের এক মুখপাত্র কর্মীর এই আচরণের নিন্দা জানান। তিনি বলেন, কাপে আঁকা ছবিটি একটি জনপ্রিয় মিম হলেও এটি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সম্পর্কিত নয় এবং কোনোভাবেই তা গ্রাহকের কাছে পৌঁছানো উচিত ছিল না।

স্টারবাকসের ওই মুখপাত্র বলেন, “এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আমরা সংশ্লিষ্ট গ্রাহক এবং শেরিফ বিভাগের নেতাদের কাছে একাধিকবার ক্ষমা চেয়েছি। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে, যারা আমাদের সমাজকে নিরাপদ রাখতে কাজ করছেন। আমরা দ্রুত তদন্ত শুরু করেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।”

এই ঘটনার পর লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতির নিচে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ সংশ্লিষ্ট স্টারবাকস কর্মীকে চাকরিচ্যুত করার দাবি জানিয়েছেন এবং শেরিফ বিভাগের প্রতি সমর্থন জানিয়েছেন। আবার কেউ কেউ শেরিফ বিভাগের অবস্থানকে “বিব্রতকর” ও অতিরিক্ত সংবেদনশীল বলে মন্তব্য করেছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত