আপডেট :

        ৭৫টি দেশের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া স্থগিত করছে যুক্তরাষ্ট্র, তালিকায় বাংলাদেশ

        ক্যালিফোর্নিয়ায় দুই বড় হোম ইন্স্যুরেন্স কোম্পানির প্রিমিয়াম বাড়ছে

        ট্রান্সজেন্ডার ক্রীড়াবিদদের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখতে পারে মার্কিন সুপ্রিম কোর্ট

        ভেনেজুয়েলায় আটক কিছু মার্কিন নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে: যুক্তরাষ্ট্র

        ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি হলে ‘খুব শক্ত প্রতিক্রিয়া’ নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

        লস এঞ্জেলেসে সপ্তাহান্তে ICE তল্লাশিতে অন্তত এক ডজন মানুষ গ্রেফতার

        ব্যাকটেরিয়ার মাত্রা বেড়ে যাওয়ায় লস এঞ্জেলেস কাউন্টির একাধিক সৈকতে সমুদ্রজলে সতর্কতা

        ক্যালিফোর্নিয়ায় কাজের জায়গায় ল্যান্ডস্কেপার দম্পতিকে নির্মমভাবে মারধর, সরঞ্জাম লুট

        অরেঞ্জ কাউন্টিতে হাইস্কুল ফুটবল কোচের প্রাণ বাঁচালেন ছুটিতে থাকা ফায়ারফাইটার

        হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো

        ইরান ইস্যুতে পরবর্তী পদক্ষেপ কী হবে—জটিল সিদ্ধান্তের মুখে যুক্তরাষ্ট্র

        আইসিই এজেন্টের তহবিলে ১০ হাজার ডলার দিলেন বিল অ্যাকম্যান

        এলএ শেরিফের ডেপুটিকে দেওয়া কফির কাপে ‘শূকরের ছবি’

        ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করেছে মার্কিন বিচার বিভাগ

        ইরানে বিক্ষোভে শতাধিক নিহত, ‘খুব শক্ত’ সামরিক বিকল্প ভাবছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

        মিনিয়াপোলিসে আইসিইবিরোধী বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ, বহুজন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে অস্থায়ী বিদেশি কর্মীদের জন্য আরও ৩৫ হাজার ওয়ার্ক ভিসা ঘোষণা

        ক্যালিফোর্নিয়ার যে শহরগুলোতে সবচেয়ে দ্রুত কমছে বাড়ির দাম

        কলম্বিয়ায় বিমান দুর্ঘটনায় জনপ্রিয় সংগীতশিল্পী ইয়েসন হিমেনেসসহ ছয়জন নিহত

        অরেঞ্জ কাউন্টিতে গাড়ির ধাক্কায় হুইলচেয়ারে থাকা নারী নিহত

ক্যালিফোর্নিয়ায় দুই বড় হোম ইন্স্যুরেন্স কোম্পানির প্রিমিয়াম বাড়ছে

ক্যালিফোর্নিয়ায় দুই বড় হোম ইন্স্যুরেন্স কোম্পানির প্রিমিয়াম বাড়ছে

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বড় দুটি হোম ইন্স্যুরেন্স কোম্পানি চলতি বছর গ্রাহকদের প্রিমিয়াম গড়ে ৬.৯ শতাংশ বাড়াতে যাচ্ছে। ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ইন্স্যুরেন্সে জমা দেওয়া নথি থেকে এ তথ্য জানা গেছে।

উত্তর ও মধ্য ক্যালিফোর্নিয়ায় এএএ–সংশ্লিষ্ট ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান CSAA আগামী ১৫ মার্চ থেকে প্রায় ৪ লাখ ৮১ হাজার ৮০০ বাড়ির মালিকের ক্ষেত্রে নতুন হার কার্যকর করবে।

অন্যদিকে, ক্যালিফোর্নিয়ার তৃতীয় বৃহত্তম হোম ইন্স্যুরেন্স কোম্পানি মার্কারি ইন্স্যুরেন্স–এর প্রায় ৬ লাখ ৫০ হাজার গ্রাহকের প্রিমিয়াম পরিবর্তন শুরু হবে জুলাই মাসে। এতে বাড়ির মালিকদের প্রিমিয়াম গড়ে ৮.২ শতাংশ বাড়বে। তবে কনডো মালিকদের প্রিমিয়াম গড়ে ৮.৩ শতাংশ এবং ভাড়াটিয়াদের ক্ষেত্রে ৬.৩ শতাংশ কমবে।

প্রিমিয়াম বাড়া বা কমার হার নির্ভর করবে প্রতিটি গ্রাহকের অবস্থান ও বনাগ্নির ঝুঁকির ওপর। মার্কারির ক্ষেত্রে পরিবর্তন ১০ শতাংশ কম থেকে সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। আর CSAA–এর গ্রাহকদের ক্ষেত্রে পরিবর্তন ০ থেকে ১০ শতাংশের মধ্যে থাকবে।

এই দুই প্রতিষ্ঠানের হার বৃদ্ধির আবেদন গত মাসের শেষ দিকে অনুমোদন পেয়েছে। এটি ক্যালিফোর্নিয়ার ইন্স্যুরেন্স কমিশনার রিকার্ডো লারার চালু করা এক বছর পুরোনো “সাস্টেইনেবল ইন্স্যুরেন্স স্ট্র্যাটেজি”–এর আওতায় অনুমোদিত প্রথম বড় হার বৃদ্ধি।

এই সংস্কারের আওতায় প্রিমিয়াম বাড়লেও, এর বিনিময়ে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে এমন সব এলাকায় বেশি পলিসি দিতে হবে, যেখানে ইন্স্যুরেন্স পাওয়া কঠিন হয়ে পড়েছে।

মার্কারি ইন্স্যুরেন্স জানিয়েছে, তারা ২০২৮ সালের জুলাইয়ের মধ্যে ঝুঁকিপূর্ণ বা “ডিস্ট্রেসড” এলাকায় অন্তত ২ হাজার নতুন পলিসি দেবে। এরই মধ্যে প্রতিষ্ঠানটি বনাগ্নি–প্রবণ এলাকায় কার্যক্রম বাড়িয়েছে। ২০১৮ সালের ভয়াবহ ক্যাম্প ফায়ারের স্থান প্যারাডাইস শহরে তারা প্রায় ২০০ জন নতুন গ্রাহক নিয়েছে।

CSAA জানিয়েছে, তারা ইতোমধ্যেই ঝুঁকিপূর্ণ এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক পলিসি দেয়। পাশাপাশি, তারা স্বেচ্ছায় নতুন পলিসি দিয়ে FAIR Plan–এর ওপর চাপ কমাতে চায়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা প্রায় ১ হাজার FAIR Plan গ্রাহককে নতুন কোটেশন দেওয়ার পরিকল্পনা করছে।

ডেপুটি ইন্স্যুরেন্স কমিশনার মাইকেল সোলার বলেন, “আগে প্রিমিয়াম বাড়িয়ে কোম্পানিগুলো এলাকা ছেড়ে চলে যেত। এখন আর তা হবে না।”

দুই কোম্পানিই জানিয়েছে, মুদ্রাস্ফীতি ও বনাগ্নির মতো দুর্যোগের ঝুঁকি বাড়ায় প্রিমিয়াম বৃদ্ধি প্রয়োজন হয়েছে। তবে গ্রাহকদের জন্য তারা নতুন কিছু ডিসকাউন্ট সুবিধাও দেবে।

মার্কারি ইন্স্যুরেন্স বাড়ির চারপাশ পরিষ্কার রাখা, আগুন প্রতিরোধী নির্মাণসামগ্রী ব্যবহারসহ ‘হোম হার্ডেনিং’ উদ্যোগ নিলে ছাড় দেয়। এতে বনাগ্নি–সংক্রান্ত প্রিমিয়াম অংশ এক-তৃতীয়াংশ পর্যন্ত কমতে পারে। 

CSAA বাড়ির নিরাপত্তা জোরদার করলে সর্বোচ্চ ১২.৫ শতাংশ পর্যন্ত ছাড় দেয়। এছাড়া পানি ক্ষতি রোধে মনিটরিং ডিভাইস বসালে নতুন ছাড় চালুর পরিকল্পনাও রয়েছে।

CSAA–এর এক মুখপাত্র বলেন, “এক শতাব্দীরও বেশি সময় ধরে আমরা ক্যালিফোর্নিয়ায় সেবা দিয়ে আসছি। রাজ্যের ইন্স্যুরেন্স সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

গ্রাহকদের নিজ নিজ এজেন্টের সঙ্গে যোগাযোগ করে কোন কোন ছাড় প্রযোজ্য হতে পারে, তা জানার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ফারমার্স ইন্স্যুরেন্স গ্রুপ ও USAA–ও একই হারে প্রিমিয়াম বাড়ানোর আবেদন করেছে, তবে সেগুলো এখনো অনুমোদন পায়নি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত