একটা আকুল আবেদন।
ভয়াবহ গাড়ী দুর্ঘটনায় মারাত্মক ভাবে আহত হয়ে দীর্ঘ মেয়াদী অসুস্থ সামির এবং শাহরীন কে সাহায্য করুন ।সামির এবং শাহরীন দুই ভাইবোন ।তাদের বয়স ২০ ও ১৫ বছর ।অন্যসব সহোদর ভাইবোনদের মত তারাও একে অপরের সাথে দুষ্টামি করতো । তাদের ভালবাসার বাঁধন শক্তিশালী ও অটুট । সামির সব সময় তার বোনের প্রতি লক্ষ্য রাখত , শাহরীনও বড় ভাইয়ের প্রতি ছিল খুব যত্নশীল ।তারা সবার কাছে আন্তরিক ,বিনয়ী ও বুদ্ধিমান হিসেবে পরিচিত ছিল । শাহরীন জুনিয়র হাই স্কুল থেকে হাই স্কুলে পদার্পণ করতে যাচ্ছে । আর সামির কলেজে ২য় বর্ষের ছাত্র এবং কিছু বছর যাবত একাডেমিক শিক্ষক হিসেবে কাজ করেছে ।গত ১লা নভেম্বর ২০১৪, রাতে একটি ভয়াবহ গাড়ী দুর্ঘটনার চিরতরে তাদের পরিবার ওলট-পালট হয়ে গেল।সামির হাই স্কুল হতে ফেরার পথে শাহরীন কে আনতে গেল এবং কয়েকজন বন্ধুর সাথে কাছাকাছি একটি রেস্টুরেন্টে ডিনার করেছিল ।যদিও কারোরই আড্ডা টা ছেড়ে যেতে মন চাচ্ছিল না তারপরও তারা সবাই বাসায় যাবার পথ ধরলো ।দুর্ভাগ্যবশত, তারা কল্পনাও করেনি যে এমন একটি ভয়াবহ গাড়ী দুর্ঘটনার শিকার হতে চলেছে । তারা দুই ভাইবোন কয়েক সপ্তাহ যাবত জটিল মানসিক আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন যদিও তাদের বন্ধুরা কয়েক দিনের মধ্যেই একই দুর্ঘটনা থেকে সুস্থ হয়ে যায় । সামির তার ব্রেনে মারাত্মক আঘাত পায় এবং কোমায় ছিল। ডাক্তাররা তার হতাশা জনক পূর্বাভাষ দিয়েছিল । যদিও আশ্চর্য জনক ভাবে কিছু দিন পর তার আশা বাঞ্জক উন্নতি পরিলক্ষিত হয় । সে বর্তমানে হাস্পাতালের নিবিড় পুনর্বাসনের মাধ্যমে সুস্থ হবার পথে। নতুন করে হাটতে ও কথা বলেতে শিখছে । অন্যদিকে শাহরীন তার মেরুদন্ডে মারাত্মক আঘাত পেয়েছে ।তার একাধিক অপারেশন সত্ত্বেও দুর্ঘটনার জন্য ঘাড়ের থেকে নিচের দিকে প্যারালাইজড হয়েগেছে। ভবিষ্যৎ জীবনে চিকিৎসা জনিত ভঁয় ও অনিশ্চয়তার হুমকি(যেমন – সংক্রমণ , রক্তচাপ) সত্ত্বেও তার হৃদয়ে সুন্দর প্রাণোচ্ছলতার কমতি নেই । এই পরিস্থিতি পুরো পরিবার কে বিধ্বস্ত করে দিয়েছে । সামির এবং শাহরীনের মা-বাবার মন ভেঙে চুরমার হয়ে গেছে । এত সব দুঃখ নিয়ে তারা সম্পূর্ণ অন্যরকম এক ভবিষ্যৎ পরিকল্পনা করেছেন শুধু মাত্র সন্তান ও নিজেদের জন্য। তাদের মা প্রাক স্কুল শিক্ষিকার চাকরী ছেড়ে দিয়েছেন শুধুমাত্র তার সন্তানদের দেখাশুনা করার জন্য। তাদের বাবা তার সর্বোচ্চো চেষ্টা করে যাচ্ছেন । রাত তিনি সন্তানদের সাথে হাসপাতালে কাটান আর দিনে সেলস ম্যানের কাজ করেন । এই দুই ভাইবোন কঠোর অগ্নি পরীক্ষায়ও প্রশংসনীয় শক্তি ও সহনশীলতা দেখিয়েছে । এটা তার পরিবারকে বড় ধরণের আশা ও সঙ্কল্প যুগিয়েছে ।সামির এবং শাহরীন কে সুস্থ হবার পথে সাহায্য করতে একত্রে আমরা প্রতিশ্রুতি বদ্ধ । সামির,শাহরীন ও তাদের মা-বাবার চরম দুর্দিনে আপনার দোয়ার পাশাপাশি তাদের সাহায্যের জন্য করা তহবিলে আপনার দানের সহায়তা পেলে আমরা চিরকৃতজ্ঞ থাকবো । তাদের বিভিন্ন চিকিৎসা ও বাসস্থানের খরচ যোগাতে আপনার মহৎ দান প্রয়োজন । এই তহবিলে অন্যদের দান করতে উৎসাহিত করলেও আমরা আপনার চিরকৃতজ্ঞ থাকবো। আপনার সম্ভাব্য দানের জন্য অগ্রিম শুভেচ্ছা রইলো । এই লিঙ্কে আপনার সাহায্য দিন এবং অন্যদের সাথে শেয়ার করুনঃ https://www.giveforward.com/fundraiser/p0q6/samir-amp-shahreen-s-support-fund?utm_source=facebook
শেয়ার করুন