লস এঞ্জেলেস সফরে স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সভপতি
আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সভপতি কাওসার মোল্লা সম্প্রতি লস এঞ্জেলেস সফরে এসেছেন। বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কাজে ব্যস্ত সময় পার করছেন তিনি।
আওয়ামীলীগ, যুবলীগসহ স্বাধীনতার স্বপক্ষের শক্তির বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ তার সাথে দেখা সাক্ষাত ও মতবিনিময় করছেন।
গত বৃহস্পতিবার স্থানীয় কয়েকজন আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষিরা তার সাথে সাক্ষাত করেছেন। এসময় তারা লস এঞ্জেলেসে স্বেচ্ছাসেবকলীগের একটি কমিটি করার প্রস্তাব করেন। তিনি তাদের কাছ থেকে কমিটির জন্য নামের তালিকা নেন। এবং যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সাথে আলাপ আলোচনা করে কমিটি ঘোষণা করা হবে বলে জানান।
শেয়ার করুন