৭, ৮, ৯ অক্টোবর লস এঞ্জেলেসে সার্বজনীন দূর্গোৎসব
আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে আগামী ৭, ৮, ৯ অক্টোবর (শুক্র, শনি ও রবিবার) লস এঞ্জেলেসে এক সার্বজনীন দূর্গোৎসব আয়োজন করেছে বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটি।
2936 West 8th Street, Los Angeles, CA90006 এই ঠিকানায় টানা তিনদিন ব্যাপী এই উৎসবে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
উৎসব সম্পর্কে যেকোনো তথ্যের জন্য যোগযোগ করা যাবে: সঞ্জয় ঘোষ (213-864-1199), শিব নারায়ন দাস (213-427-0217), অনুপম কুন্ডু (818-967-6949), ঘনশ্যাম চেজারা (213-494-1908), অমর হালদার (818-424-1966) এবং তপন সাহা (818-844-7766)।
এলএবাংলাটাইমস/এলএ/এলআরটি
শেয়ার করুন