আমেরিকার লস এঞ্জেলেসে ভয়াবহ অগ্নিকান্ড
আনুমানিক ১০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ক্ষতি ।
আমেরিকার
লস এঞ্জেলেসে শহরের কেন্দ্রবিন্দুতে স্মরন কালের ভয়াবহতম অগ্নিকান্ড
সংগঠিত হয়েছে।ব্যাপক এ অগ্নিকান্ডের লেলিহান শিখা কয়েক মাইল দুর থেকে দেখা
যায়। সম্পুর্ন ভবনটি পুড়ে ভম্মিভুত হয়। ২৫০ জনের বেশি অগ্নি নির্বাপক কর্মি
এতে অংশ নেয়। তবে তৎক্ষণাৎ কোন আহত বা নিহতের খবর পাওয়া যায়নি।
আনুমানিক ১০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ক্ষতি সাধন হয়েছে। আসে পাশের ভবনের কাচ ভেংগে গেছে, গলে গেছে।
এ দিকে অগ্নিকান্ডের কারনে সকালে শহরে বেশ যানজটের সৃষ্টি হয়। মানুষ দূর্ভোগে পড়ে। উল্লেখ্য, গত সোমবার রাত ০১:২০ মিনিটের দিকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। নিরাপত্তা কর্মিদের ধারনা, কোন মহল ইচ্ছাকৃত ভাবে আগুন লাগিয়েছে। এ ব্যাপারে তোড়ঝোড় তদন্ত শুরু হয়েছে।
শেয়ার করুন