চীনের আধিপত্য রুখতে বিরল খনিজ সরবরাহে যুক্তরাষ্ট্র–অস্ট্রেলিয়া ঐতিহাসিক চুক্তি
সাউথ লস এঞ্জেলেসে আগুনে পুড়ে ১ নারীর মৃত্যু
বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেছিল লস এঞ্জেলেস দমকল কর্মীরা।
বৃহস্পতিবার রাতে সাউথ লস অ্যাঞ্জেলেসে বৃহস্পতিবার অগ্নিনির্বাপক কর্মীদের বীরত্বপূর্ণ উদ্ধার প্রচেষ্টা সত্ত্বেও, ৭৮ বছর বয়সী এক নারী একটি জ্বলন্ত এপার্টমেন্ট থেকে বের করার পর মারা যান।
লস এঞ্জেলেস ফায়ার বিভাগের মুখপাত্র ব্রায়ান হামফ্রে বলেন, “উদ্ধার করে হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরই মারা যান আগুনে পুড়ে যাওয়া হতভাগ্য এই নারী”।
হামফ্রে বলেন, “রাত ১টা ৫ মিনিটে Crenshaw Boulevard এর ৭৫০০ ব্লকে দ্বিতল ইউনিটের একটি দুই তলা ভবনে অগ্নিকাণ্ডের দুর্ঘটনাটি ঘটে। এবং অগ্নিকাণ্ডের ১৮ মিনিটের মধ্যে দমকল বাহিনী খবর পায়”।
পরে তারা ইউনিটের ভিতরে থাকা নারীকে প্রায় মৃত অবস্থায় বের করে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে, জানান হামফ্রে। আগুনের লেলিহান শিখা উপরে ইউনিট পর্যন্ত বিস্তৃত হলেও আর কোন হতাহতের সংবাদ পাওয়া যায় নি, বলে জানান হামফ্রে। আগুনের লাগার কারণ নিয়ে তখনো তদন্ত চলছিল।
শেয়ার করুন