চীনের আধিপত্য রুখতে বিরল খনিজ সরবরাহে যুক্তরাষ্ট্র–অস্ট্রেলিয়া ঐতিহাসিক চুক্তি
Inglewood এ ট্রাক দুর্ঘটনায় ৩ ছাত্রী আহত
ছবিঃ দুর্ঘটনাস্থলে তদন্ত করছে পুলিশ।
শুক্রবার Inglewood এ সেন্ট মেরি একাডেমির তিন ছাত্রী একটি ট্রাকের ধাক্কায় আঘাতপ্রাপ্ত হয়। দুর্ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে পুলিশ।
কর্তৃপক্ষ জানায়,“প্রায় ১টা ৩৫মিনিটের দিকে Prairie ও Grace এভিনুয়ে দুর্ঘটনাটি সংগঠিত হয়”। আহত ছাত্ররা আশঙ্কামুক্ত বলে জানান তদন্তকারীরা।
দুর্ঘটনাটি কিভাবে ঘটেছে তা এখনো জানতে পারে নি পুলিশ। তবে এই ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে।
শেয়ার করুন