নরওয়াকে পালশালার বাইরে গুলি বর্ষণের ঘটনায় দুইজন আহত, বন্দুকধারীকে খুঁজছে পুলিশ
ছাত্রলীগের সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ক্যালিফোর্ণিয়া বিএনপি
গত বুধবার পুরান ঢাকার বকশীবাজারে বিএনপি'র শান্তিপূর্ণ সমাবেশে ছাত্রলীগেরসন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ক্যালিফোর্ণিয়া বিএনপি।সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ক্যালিফোর্ণিয়া বিএনপি'র সভাপতি মো.আ.বাছিতবলেন, সরকার নিজেই পরিস্হিতি সহিংস করে তুলছে। সকলেই স্পষ্ট দেখেছে কিভাবেছাত্রলীগ সভাপতি বদিউজ্জামান সোহাগের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগ সন্ত্রাসীরালাঠিসোঁটা ও ধারাল অস্ত্র-শস্ত্র নিয়ে নিরস্ত্র জনতা ও বিএনপি সমর্থকদের ওপরহামলা চালায়। তাদের এই কাপুরুষিত হামলায় কমপক্ষে পাঁচশত নেতা-কর্মী আহতহয়েছেন। এমনকি গুরুতর আহতরা ঢাকা মেডিকেলে চিকিৎসারত অবস্হায় হাসপাতালের সরকারদলীয় ক্যাডারদের দ্বারা প্রহৃত হয়েছেন!
ছাত্রলীগের এই হামলার বিভৎস চিত্র দেখে মনে পড়ে যায় 'লগি-বৈঠার তান্ডব' অথবা'বিশ্বজিৎ হত্যা'র দৃশ্য। পুলিশ-র্যাব আর প্রশাসনের আড়ালে এই অবৈধ সরকারবেশিদিন টিকতে পারবেনা। আওয়ামী লীগ নার্ভাস হয়ে গেছে, তাই এসব শুরু করেছে।ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুলের কথায় তা পরিষ্কার হয়ে গেছে। বিএনপিনেতাদের ‘নেড়ি কুত্তার’ মতো পেটানোর হুমকি দিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদকসিদ্দিকী নাজমুল আলম। বুধবার সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে নিজের ফেসবুকের পাতায় দেয়াএক স্ট্যাটাসে তিনি এই হুমকি দিয়েছেন।
ক্যালিফোর্ণিয়া বিএনপি'র সভাপতি বাছিত আরও বলেন, ছাত্রদলের প্রতিরোধের জন্যইছাত্রলীগের সন্ত্রাসীরা ম্যাডামের গাড়িবহরে হামলা চালাতে সাহস পায়নি। পুলিশেরশত বৈরী আচরণ ও রক্তাক্ত হামলার শিকার হয়েও পিছু না হটে বরং প্রতিরোধ গড়েতোলার জন্য ছাত্রদলের নেতাকর্মীদের সংগ্রামী অভিনন্দন জানান। তিনি বলেন, যেইঅবৈধ এমপি'র গাড়ি ভাঙচুর করা হয়েছে সেটিও ছাত্রলীগেরই কাজ। আগামী ২৭ তারিখগাজীপুরে এবং ৩ ও ৫ জানুয়ারী ঢাকায় বিএনপি'র ঘোষিত সমাবেশে কোন হামলা করা হলেউদ্ভুত যেকোন পরিস্হিতির দায় সরকারকেই নিতে হবে বলে সতর্ক করে দেন।
ক্যালিফোর্ণিয়া বিএনপি'র বিবৃতিতে অবিলম্বে এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ওপ্রতিবাদ জানিয়ে এর সঙ্গে জড়িত সকলের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিজানানো হয়।
শেয়ার করুন