নরওয়াকে পালশালার বাইরে গুলি বর্ষণের ঘটনায় দুইজন আহত, বন্দুকধারীকে খুঁজছে পুলিশ
প্রবাসে বাংলাদেশ আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়ার ৫জানুয়ারিকে "গনতন্ত্রের বিজয় দিবস" হিসাবে উদযাপন
২০১৪ সালে ৫ই জানুয়ারী বাংলাদেশের দশম জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশের গনতন্ত্র ধবংসের হাত থেকে রক্ষা পায়।বাংলাদেশ আওয়ামী লীগ ওই নির্বাচনে অংশ নিয়ে দেশের গনতন্ত্রকে রক্ষা করায় ঐ ঐতিহাসিক দিনটিকে গনতন্ত্রের বিজয় দিবস হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশের শান্তিকামী আপামর জনগন দশম জাতীয় সংসদের বর্ষ পূর্তিতে এই ঐতিহাসিক দিনটিকে "গনতন্ত্রের বিজয় দিবস" হিসাবে দেশে বিদেশে উদযাপন করছে।তাই বাংলাদেশের দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে গনতন্ত্রের বিজয়ের এই ঐতিহাসিক দিনটিকে শরনীয় করে রাখার জন্য "প্রবাসে বাংলাদেশ আওয়ামী লীগ, ক্যালিফোর্নিয়া" অদ্য ৫ই জানুয়ারী "গনতন্ত্রের বিজয় দিবস" উদযাপন করে এবং এ উপলক্ষ্য সন্ধ্যা ৭টায় লস এঞ্জেলসের একটি রেস্তোরায় সংঠনের সভাপতি জনাব আবু হানিফার সভাপতিত্ত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।উক্ত সভায় উপস্থি অনেকে দিনটির গুরুত্ব তুলে ধরে তাদের মুল্যবান বক্তব্য রাখেন। সভাপতির ভাষনে জনাব আবু হানিফা বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বি এন পি নেত্রীকে জামাত-শিবিরের সঙ্গ ছেড়ে দিয়ে গনতন্ত্রের পথে হাঁটার জন্য এবং অহেতুক নাটক না করে দেশের জনগণের জানমাল রক্ষার খাতিরে সকল প্রকার নাশকতা বন্ধ করার এবং লন্ডনে পালিয়ে থাকা পলাতক আসামী বি এন পির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানকে অর্বাচীনের মতো বালখিল্য মন্তব্য করা থেকে বিরত রাখার জন্য আহবান জানান।সভায় আরো বক্তব্য রাখেন জনাব আব্দুর রাজ্জাক,রহুল আমিন আকাশ,মোঃ সিরাজুল ইস্লাম,আখতার হোসেন,আশরাফ হোসেন বাবুল,তাজুল ইস্লাম,মোজাম্মেল হক প্রমুখ।
শেয়ার করুন