নরওয়াকে পালশালার বাইরে গুলি বর্ষণের ঘটনায় দুইজন আহত, বন্দুকধারীকে খুঁজছে পুলিশ
এলএ বাংলা টাইমসের প্রেসিডেন্টের মাতা অসুস্থ্য
লস এঞ্জেলেসে বাংলাদেশী কমিউনিটির উদীয়মান নেতা ও এলএ বাংলা টাইমসের প্রেসিডেন্ট, বিশিষ্ট সমাজসেবক আব্দুস সামাদের মাতা মোসাম্মাৎ জাহানারা বেগম ০৭ জানুয়ারি ২০১৫ তারিখে হটাৎ অসুস্থ্য হয়ে পড়েন । তিনি থাইরয়েড জনিত সমস্যায় ভুগছিলেন । ঐ দিন তাকে আমেরিকার ক্যালিফোর্নিয়ার “ Little Company of Mary Hospital Torrance, California USA ” এ ভর্তি করা হয় । গত ০৯ জানুয়ারি ২০১৫ তারিখে তার অপারেশন সম্পন্ন হয়েছে। ধীরে ধীরে তার অবস্থা উন্নতির দিকে যাচ্ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন । আব্দুস সামাদ সকলের নিকট তার মায়ের আরোগ্য লাভের জন্য দোয়া চেয়েছেন । সবাই তার জন্য দোয়া করবেন ।
শেয়ার করুন