সিডনিতে হনুক্কা অনুষ্ঠানে ভয়াবহ সন্ত্রাসী হামলা, নিহত ১৬; দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নিরাপত্তা জোরদার
নিউইয়র্কে ব্যবসায়ীরা কর্মস্থলে যান রাতে কেন ?
নিউইয়র্কে চাঁদাবাজদের দৌরাত্ম্য বৃদ্ধি পাওয়ায় প্রবাসী ব্যবসায়ীরা আত্মগোপনে থাকছেন। অনেকেই এখন কর্মস্থলে আসছেন ভরদুপুর অথবা গভীর রাতে।
বনভোজন, পথমেলা, এমনকি আঞ্চলিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের বার্ষিক সাধারণ সভার জন্যও চাঁদা নেওয়া হচ্ছে। এর বাইরে রয়েছে লোক দেখানো ‘অ্যাওয়ার্ড’ প্রদানের নামে চাঁদাবাজি। বিভিন্ন সূত্রে জানা গেছে, নিউইয়র্ক সিটিতে আঞ্চলিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সংখ্যা ১৭৫টিরও বেশি। সব সংগঠনই অনুষ্ঠান করে। গ্রীষ্মে অনুষ্ঠানের মাত্রা বাড়ে। জ্যাকসন হাইটস, ব্রুকলিন ও ব্রঙ্কসের কোনো কোনো বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বনভোজনের জন্যও চাঁদা চাওয়া হচ্ছে। অনুসন্ধানে জানা গেছে, চাঁদাবাজরা বিভিন্ন অনুষ্ঠানের নামে চাঁদা উঠিয়ে তার পুরোটাই আÍসাৎ করেন। খবর এনআরবি নিউজের।
News Desk
শেয়ার করুন