শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
টেক্সাসের সান অ্যান্তিনিওতে পরিবারের ৬ জনের মৃতদেহ উদ্ধার
ছবিঃ এলএ বাংলা টাইমস
একই পরিবারের ছয় সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে টেক্সাসের সান অ্যান্তিনিও থেকে। মৃতদের মধ্যে চারজন শিশুর। তাদের বয়স ১১ মাস থেকে ৪ বছর। সান অ্যান্তিনিও হোম কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানায়, গ্যারাজের পিছন থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
সান অ্যান্তিনিও পুলিশপ্রধান উইলিয়াম ম্যাকমেনাস বলেন, পুলিশ অফিসার সেখানে পৌঁছালে কার্বন মনোক্সাইডের উপস্থিতি লক্ষ্য করেন।
পুলিশ প্রথমে ভেবেছিল কোনো বিস্ফোরণে এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে পরবর্তীতে তার প্রমাণ পাওয়া যায়নি। দুইটি বিড়ালেরও মৃতদেহ উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে।
ম্যাকমেনাস বলেন, শিশু, বয়স্ক, পোষা প্রাণীর লাশ। এটা বর্ণনার ভাষা নেই। পুরো চিত্রটা এমনই।
পুলিশ ধারণা করছে এটা কোনো দুর্ঘটনা নয়। তবে পরিবারের বাইরে কেউ এই ঘটনার সঙ্গে জড়িত বলে এখনো প্রমাণ পাওয়া যয়নি। বাবা-মায়ের বয়স ত্রিশের কোটায়। তবে তাদের পরিচয় উল্লেখ করা হয়নি। এ বছরের জানুয়ারিতে পরিবারটি এখানে আসে।
এর বেশি তথ্য জানায়নি পুলিশ।
/এলএল/ বাংলা টাইমস/এন/এইচ
শেয়ার করুন