আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী ঝড়ের আগমন

        নেটফ্লিক্সে পরিচিত মার্কিন কোচ জন বীম ক্যালিফোর্নিয়ায় গুলিবিদ্ধ

        নতুন ভোটিং ম্যাপ নিয়ে ক্যালিফোর্নিয়ার বিরুদ্ধে মামলা করল মার্কিন বিচার বিভাগ

        সরকারি শাটডাউনের সময় কাজ করা কিছু টিএসএ এজেন্টকে দেওয়া হচ্ছে ১০ হাজার ডলারের বোনাস

        লাস ভেগাস স্ট্রিপের কাছে রেস্টুরেন্টে বিস্ফোরণ, সন্দেহভাজন দুই ব্যক্তিকে খুঁজছে পুলিশ

        ক্যালিফোর্নিয়ায় ১৭,০০০ অভিবাসীর বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স বাতিল

        নিউসমের সাবেক চিফ অব স্টাফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অভিযোগপত্র দাখিল

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঝড়ের আশঙ্কা, দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকায় সরিয়ে নেওয়ার নির্দেশ

        ট্রাম্পের স্বাক্ষরে যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম শাটডাউন সমাপ্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৪ বছর বয়সী কিশোরীকে খুঁজছে পরিবার

        লস এঞ্জেলেসে আসছে টানা বৃষ্টি ও শীতল আবহাওয়া: বায়ুমণ্ডলীয় নদী ঝড়ের পূর্বাভাস

        জরুরি সতর্কতা বার্তা ছড়িয়ে পড়ল পুরো লস এঞ্জেলেস কাউন্টিতে

        ই. জিন ক্যারল মামলার রায় বাতিল করতে সুপ্রিম কোর্টে গেছেন প্রেসিডেন্ট

        যুক্তরাষ্ট্রে সরকার পুনরায় চালুর পথে: সেনেট পাস করল গুরুত্বপূর্ণ অর্থায়ন বিল

        ক্যালিফোর্নিয়ায় নতুন ড্রাইভিং লাইসেন্স: রেডউড, পপি ফুল আর আধুনিক প্রযুক্তির মেলবন্ধন

        সরকারি অচলাবস্থায় যুক্তরাষ্ট্রে পাঁচ হাজারের বেশি ফ্লাইট বাতিল ও বিলম্বিত

        নাভিদ ইমতিয়াজ চৌধুরী: বাংলাদেশের অন্যতম গিটার পিকআপ এনডোর্সড শিল্পী

        মার্কিন ইতিহাসে দীর্ঘতম সরকারী শাটডাউন: অচলাবস্থার কারণ ও পরবর্তী ধাপ

        পোর্ট হুয়েনিমেতে পার্টিতে ছুরিকাঘাত, দুই কিশোরী হাসপাতালে

        নর্থরিজে বান্ধবীকে জিম্মি করে রাখার অভিযোগে পুলিশের গুলিতে আহত যুবক গ্রেপ্তার

নিউইয়র্কের মেয়র নির্বাচনে রেকর্ডসংখ্যক আগাম ভোট

নিউইয়র্কের মেয়র নির্বাচনে রেকর্ডসংখ্যক আগাম ভোট

ছবিঃ এলএবাংলাটাইমস

নিউইয়র্ক নগরের আসন্ন মেয়র নির্বাচনকে ঘিরে এবার আগাম ভোটে রেকর্ড সৃষ্টি হয়েছে। নির্বাচনের মূল ভোটগ্রহণের দিন আগামীকাল (৪ নভেম্বর) হলেও ইতোমধ্যেই ৭ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। প্রেসিডেন্ট নির্বাচন বাদ দিলে, শহরটির ইতিহাসে এটিই এখন পর্যন্ত সর্বাধিক আগাম ভোটের ঘটনা।

গতকাল রোববার ছিল আগাম ভোটের শেষ দিন। ওই দিনেই প্রায় ১ লাখ ৫১ হাজার ভোটার ভোট দিয়েছেন—যা এই নির্বাচনের মধ্যে একদিনে সর্বোচ্চ অংশগ্রহণ। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি এবার নজরকাড়া; ৩৫ বছরের নিচের ভোটারদের অংশগ্রহণ বেড়ে যাওয়ায় আগাম ভোটারদের গড় বয়স কমে দাঁড়িয়েছে ৫০ বছরে।

আগের সপ্তাহে তরুণদের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম। সেই সময়, অর্থাৎ রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত, প্রায় ৮০ হাজার তরুণ ভোট দিয়েছিলেন। তবে শেষ তিন দিনে (শুক্রবার থেকে রোববার) এই সংখ্যা হঠাৎ বেড়ে ১ লাখ ছাড়িয়ে যায়। শুধু শেষ দিনেই ৪৫ হাজারেরও বেশি তরুণ ভোট দিয়েছেন।

২০২১ সালের মেয়র নির্বাচনের তুলনায় এবার আগাম ভোটের সংখ্যা চার গুণেরও বেশি। তখন মাত্র প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ আগাম ভোট দিয়েছিলেন। সেই নির্বাচনে এরিক অ্যাডামস সহজ জয় পেয়েছিলেন, কিন্তু এবার প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি প্রাণবন্ত। ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি বর্তমানে তাঁর দুই প্রতিদ্বন্দ্বী—অ্যান্ড্রু কুমো ও কার্টিস স্লিওয়ার—চেয়ে এগিয়ে আছেন।

উল্লেখ্য, নিউইয়র্কে প্রথমবারের মতো মেয়র নির্বাচনে আগাম ভোট দেওয়ার ব্যবস্থা চালু হয় ২০২১ সালে। তবে এবার ভোটারদের সাড়া তার বহু গুণ বেশি।

যদিও এ বছরের আগাম ভোটের সংখ্যা গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনের (যেখানে ১০ লাখ মানুষ আগাম ভোট দিয়েছিলেন) রেকর্ড ছুঁতে পারেনি, তবুও ভোটারদের বয়স বিশ্লেষণে নতুন প্রবণতা দেখা যাচ্ছে। সাধারণত বয়স্ক ভোটাররাই আগাম ভোটে সক্রিয় থাকেন, কিন্তু এবার তরুণ প্রজন্মের অংশগ্রহণই এই প্রবণতাকে বদলে দিয়েছে।

২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনে যেখানে প্রায় ৪ লাখ ৩৩ হাজার মানুষ আগাম ভোট দিয়েছিলেন এবং তাঁদের বেশিরভাগের বয়স ছিল ৫৫ বছরের ওপরে, সেখানে এবারের গড় বয়স মাত্র ৫০। গত প্রেসিডেন্ট নির্বাচনের আগাম ভোটারদের গড় বয়স ছিল ৫১ বছর। অর্থাৎ, নিউইয়র্কের রাজনীতিতে তরুণদের সক্রিয় আগাম অংশগ্রহণ এখন এক নতুন বাস্তবতা তৈরি করছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত