ইহুদি বিরোধী বক্তব্য মুছে ফেলতে নীতি করছে মেটা
ছবি: এলএবাংলাটাইমস
মেটা তার বিভিন্ন প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের জন্য ঘৃণ্য বক্তব্য প্রসার ও প্রচার কমাতে বর্তমান নীতি বিস্তৃতকরণের কথা জানিয়েছে। সম্প্রতি বিশেষ কোনো জাতি বা ব্যক্তির উদ্দেশ্যে প্রকাশিত পোস্ট দ্রুত সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে মেটা।
ইহুদি ও ইসরায়েল বিরোধী বিভিন্ন পোষ্ট সরাবে মেটা।
ফেসবুক ও ইনস্টগ্রামে যেসব পোস্ট ইহুদি-বিরোধী বলে বিবেচিত হবে তা সরাবে মেটা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘৃণাত্মক বক্তব্য ও মতামত বা মানুষের ওপর সরাসরি আক্রমণ নিষিদ্ধ করতে মেটা নীতি প্রসারের কথা বিবেচনা করছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি বলেছে বিদ্যমান নীতিতে ইহুদি বা ইসরায়েলি নাগরিকদের ওপর আক্রমণ বা ঘৃণার বিষয়টি বিস্তৃতভাবে উল্লেখ নেই। নতুন নীতি বিস্তৃত করতে মেটা ১৪৫টি স্টেকহোল্ডারের পরামর্শ গ্রহণ করে কাজ করছে। গেল কয়েক বছর থেকেই মেটার মধ্যপ্রাচ্য বিষয়ক বিষয়বস্তু পরিচালনা নিয়ে সমালোচিত হচ্ছে।
ইসরায়েল-হামাস যুদ্ধের পরে মেটার বিরুদ্ধে সমালোচনা আরও বেড়েছে। সেই প্রেক্ষিতে নীতির উন্নয়ন ও বিস্তৃতকরণের চেষ্টা করছে মেটা। ফেসবুক ও ইনস্টাগ্রামে ধীরে ধীরে ঘৃণ্যবক্তব্য ও জাতিগত বিদ্বেষের মাত্রা বাড়ছে। কোনোভাবেই যেন সংকট মোকাবেলা করা যাচ্ছে না। দেখা যাক, নতুন নীতি কতটা ফেসবুককে রক্ষা করে।
এলএবাংলাটাইমস/এজেড
শেয়ার করুন