আইটি ল্যাব সলিউশন্স লি’র ১৪ বছর পূর্তি: প্রযুক্তি খাতে নতুন মাইলফলক
করোনা থেকে বাঁচতে মদ পান, ৬০০ জনের বেশি মৃত্যু
করোনা প্রতিরোধে খাঁটি অ্যালকোহল খেয়ে ইরানের ছয়শ জনের বেশি মানুষ মারা গেছেন। এই ঘটনায় অ্যালকোহলের বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন তিনহাজারেরও বেশি মানুষ। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাত দিয়ে এমনটি জানিয়েছে মিডল ইস্ট মনিটর।
গতকাল মঙ্গলবার ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেন ইসমাইলি বলেন, অ্যালকোহল পানে মৃত্যুর সংখ্যা প্রত্যাশার বাইরে চলে যাচ্ছে। ইরানের অ্যালকোহল নিষিদ্ধ হওয়ায় এখানের কোন ধরণের মান নিয়ন্ত্রণ ছাড়াই এটি তৈরি এবং বিক্রি হয়। এর সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেফতার করা হচ্ছে বলেও জানান গোলাম হোসেন ইসমাইলি ।
এর আগেও গত ১০ মার্চ করোনাভাইরাস থেকে রক্ষা পেতে মদপান করে খুজেস্তান ও আলবার্জ প্রদেশে ৪৪ ইরানির মৃত্যু হয়েছে। মিথানলের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ২০০ জনের বেশি।
ইরানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৫৮৯ জন৷ মারা গেছেন ৩ হাজার ৮৭২ জন৷
এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি
News Desk
শেয়ার করুন