নিউজার্সিতে সুনামগঞ্জ জনকল্যাণ সমিতির বনভোজন
নিউজার্সি অঙ্গরাজ্যের উডক্লিফ লেকের এর পিকনিক স্পট গত ২২ জুলাই রবিবার পরিণত হয়েছিল প্রবাসী সুনামগঞ্জ জেলাবাসীর মিলন মেলায়। ওই দিন নিউজার্সির অন্যতম আঞ্চলিক সংগঠন সুনামগঞ্জ জেলা জনকল্যাণ সমিতি আয়োজন করে বনভোজন ও মিলন মেলা ২০১৮ ।
নিউইয়র্ক ও নিউজার্সীর থেকে আসা বিপুল সংখক প্রবাসী সুনামগঞ্জ জেলাবসীরদের উপস্তিতে বনভোজন এর প্রথমার্ধে চলা নানা রকম ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল বিভিন্ন বয়সী বালক- বালিকাদের দৌড় প্রতিযোগিতা। পুরুষদের মধ্যে চলে ফুটবল,ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা আর অন্যদিকে মেয়েদের মধ্যে চলে মিউজিক্যাল চেয়ার ও পিলো পাস খেলা।
দুপুরের জম্পেশ খানাদানার পর মুল মঞ্চের নাচ গানও জমে উঠে ।সর্বশেষে সুনামগঞ্জ জেলা জন কল্যাণ সমিতির সভাপতি সমির উদ্দীন মাস্টার এবং সাধারণ সম্পাদক সাঈদ-উড় রহমানের সার্বিক তত্বাবাধনে সমিতির কর্মকর্তারা আয়োজন করেন আলোচনা সভা, রাফেল ড্র ও বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের জন্য পুরুস্কার বিতরন পর্ব ।
এলএবাংলাটাইমস/এএল/এলআরটি
শেয়ার করুন