আপডেট :

        নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হোম ডিপো থেকে কোটি ডলারের পণ্য চুরি, ১৪ জন গ্রেপ্তার

        ওষুধ নয়, অস্ত্রোপচারও নয়: সহজ হাঁটার কৌশলেই আর্থ্রাইটিস ব্যথা কমাতে সাফল্য বিজ্ঞানীদের

        জাতিসংঘে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আন্তর্জাতিক বৈজ্ঞানিক পরিষদ গঠনের উদ্যোগ

        সনাতন ধর্মীয় তীর্থস্থানে উসকানি প্রতিরোধে প্রশাসনকে নির্দেশ

        বিজরীর প্রতিধ্বনি: নজরুলের গানে নারীর স্বাধীনতার স্বর

        পোষা বিড়ালের মায়া: একাকী মুহূর্তে সত্যিকারের সঙ্গী

        পোষা বিড়ালের মায়া: একাকী মুহূর্তে সত্যিকারের সঙ্গী

        মোদি-ট্রাম্পের বন্ধুত্ব ভেঙে পড়ল: 'অত্যন্ত ভয়ংকর' বলে ট্রাম্পের তিরস্কার, ভারতে রাজনৈটিক ঝড়!

        হিজাব নিয়ে বিতর্কে ভিকারুননিসার শিক্ষিকা বরখাস্ত, তদন্তের প্রতিশ্রুতি

        প্রেমের গল্পে নতুন অধ্যায়: টেলর সুইফট-কেলসের বাগদানে উচ্ছ্বাস!

        ডাচ ক্রিকেট দলে নতুন মুখ: সিলেটে বাংলাদেশ সিরিজের জন্য তিন পরিবর্তন

        শহীদ আবু সাঈদ হত্যা মামলায় আজ থেকে আনুষ্ঠানিক বিচার শুরু

        অস্ট্রেলিয়ার সিদ্ধান্তকে 'দুর্বল নেতৃত্বের ফল' বলে আখ্যায়িত করল ইরান

        দক্ষিণ লস এঞ্জেলেসে গুলিবর্ষণে আহত ৫ জন

        ট্রাম্পের ঘোষণা: ওয়াশিংটন ডিসির খুনের মামলায় মৃত্যুদণ্ড কার্যকর করা হবে

        ক্যালিফোর্নিয়ার অ্যাকটনে গাড়ির ভেতরে দুইজনের মরদেহ উদ্ধার

        মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের জয়: ৩৭% শ্রমিক বাংলাদেশি

        স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘কেজিএফ’ অভিনেতা দিনেশ মাঙ্গালোর

        সাকিবের মনের শান্তি: পরিবারের সঙ্গে কাটানো সময়

সকল প্রস্তুতি সম্পন্ন ॥ আটলান্টায় ফোবানা সম্মেলন ২৭-২৯ জুলাই

সকল প্রস্তুতি সম্পন্ন ॥ আটলান্টায় ফোবানা সম্মেলন ২৭-২৯ জুলাই

মানবতাবাদী নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের শহর তথা যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বের প্রধান শহর জর্জিয়া অঙ্গরাজ্যের রাজধানী আটলান্টায় চলতি বছর অনুষ্ঠিতব্য ৩২তম ফোবানা সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন। ২৭-২৯ জুলাই যথাক্রমে শুক্র, শনি ও রোববার তিন দিনব্যাপী আটলান্টার ডাউন টাউনস্থ ওয়ার্ল্ড কংগ্রেস সেন্টারের সুবিশাল মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের আয়োজক সংগঠন হচ্ছে বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন অব জর্জিয়া। এবারের সম্মেলনের আহবায়ক জসিম উদ্দিন আর সদস্য সচিব নাহিদুল খান সাহেল। ‘আমাদের সন্তান, আগামীর নেতৃত্ব’ এই শ্লোগান বা মূলমন্ত্রকে সামনে রেখে এবারের ফোবানার বিভিন্ন আয়োজনগুলোর মধ্যে ছাত্র-ছাত্রীদেরকে উৎসাহিত করার লক্ষে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে ইতোমধ্যেই বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। এছাড়াও অনুষ্ঠানমালায় থাকছে, সেমিনার, আলোচনা, সম্মানণা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। ২৭ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায় মুল মঞ্চে ফোবানা সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা।

আটলান্টা থেকে চলতি বছরের ফোবানা সম্মেলন-এর আহ্বায়ক জসিম উদ্দিন ইউএনএ প্রতিনিধিকে জানান, এবারের সম্মেলনে প্রধান অতিথি থাকবেন ওয়াশিংটন ডিসি-তে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়া উদ্দিন আহমেদ। এছাড়াও গেষ্ট অব অনার থাকবেন ইউএস কংগ্রেসম্যান রব উডল। বিশেষ অতিথি থাকবেন ট্রাম্প প্রশাসনের স্মল এন্ড বিজনেস এডমিনিসষ্ট্রেটর অ্যাসলি ভেলী, ঢাকার ভোরের কাগজ-এর সম্পাদক শ্যামল দত্ত, বিশিষ্ট আবৃত্তিকার ভাস্বর ব্যানার্জী, বিশিষ্ট রন্ধন শিল্পী আল্পনা হাবীব ছাড়াও যুক্তরাষ্ট্রের মূলধারার প্রতিনিধিরা।
এদিকে এবারের ফোবানা সম্মেলনকে ঘিরে নানা আয়োজনের মহড়া, সাজ-সজ্জা আর পরিকপল্পনা বাস্তবায়নের প্রস্তুতির ইতিমধ্যেই শেষ হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। বিশেষ করে উত্তর আমেরিকায় বেড়ে ওঠা নতুন প্রজন্মের জন্যে রয়েছে একটি আনন্দ সংবাদ। আর সেটি হচ্ছে মেধাবী ও নিষ্ঠাবান ছাত্রছাত্রীদের জন্যে এককালীন মেয়াদের ফোবানা কর্তৃক ঘোষিত ছাত্র বৃত্তি-২০১৮। বৃত্তি গ্রহণে আগ্রহীদের অবশ্যই জর্জিয়া রাজ্যের বাসিন্দা হতে হবে এবং ২০১৮ সালের স্কুল গ্র্যাজুয়েশনসহ জিপিএ মেধাতালিকায় ৩.৫ থেকে ৪.০ এর মধ্যে স্কোর থাকতে হবে। আগ্রহী ছাত্র ছাত্রীদেরকে মেধার ভিত্তিতে যাচাই বাছাই শেষে নির্বাচিত করা হবে এবং সম্মেলনের সময় মূল মঞ্চ থেকে বিজয়ীদের নাম ঘোষণাসহ এই বৃত্তির পরিমান এককালীন জনপ্রতি ১০০০ ডলার ও সম্মাননা প্রদান করা হবে। আগ্রহীদের আবেদন দাখিলের সর্বশেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ জুলাই ২০১৮ সাল।
ফোবানা সম্মেলনের আয়োজক কমিটির পক্ষ থেকে এক ঘোষণায় এই বৃত্তি প্রদান কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ফোবানা নির্বাহী কমিটির সাবেক চেয়ারম্যান রেহান রেজা। এছাড়া সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ফারজানা উদ্দিন নিশাত, মাহবুবা সুলতানা লিপি ও সাবিনা চৌধুরী লুবনা।
এবারের ৩২তম সম্মেলনের আহবায়ক জসিম উদ্দিন বলেন, নতুন প্রজন্মকে ফোবানার বিভিন্ন কর্মসূচীর প্রতি আগ্রহ সৃষ্টি করাসহ বাংলাদেশী কমিউনিটিতে তাদের প্রত্যক্ষ অংশগ্রহণকে উৎসাহিত করতেই আমাদের এধরনের উদ্যোগ নেয়া হয়েছে।
সদস্য সচিব নাহিদুল খান সাহেল বলেন, আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। এখন শুধু অপেক্ষার পালা। আশা করছি সবাই মিলে একটি সুন্দর সম্মেলন উপহার দিতে পারবো।

আটলান্টা থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, ৩২তম ফোবানা সম্মেলন সফল করতে ফোবানা সম্মেলনের জন্য গঠিত ১৪১ সদস্যের পুর্নাঙ্গ কমিটি কাজ করে চলেছে। ফোবানা সম্মেলনে যোগদানকারী উত্তর আমেরিকার বিভিন্ন রাজ্য থেকে আগত অতিথিদের থাকার জন্যে নির্ধারণ করা হয়েছে ভেন্যুর পাশেই অবস্থিত সিএনএন সেন্টার ওমনি আটলান্টা হোটেল। নিউইয়র্ক থেকে বিপুল সংখ্যক প্রবাসী আটলান্টা সম্মেলনে যোগ দিচ্ছেন বলে জানা গেছে। এছাড়াও ইতিমধ্যেই সংশ্লিরা হোটেলের রুম বুকিং সম্পন্ন করেছেন।

অপরদিকে সম্মেলন বিষয়ে গত ২২ জুলাই রোববারও বিশেষ সভা হয়েছে। সভায় বিস্তারিত আলোচনা ছাড়াও পরবর্তী করনীয় বিষয়েও আলোচনা হয়েছে। সম্মেলনের আহবায়ক জসিম উদ্দিনের সভাপতিত্বে সভায় ৩২তম ফোবানা সম্মেলনের বিশাল আয়োজনের বিভিন্ন বিভাগের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন দায়িতপ্রাপ্ত কর্মকর্তাগণ।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত