নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
ইতালিতে গোপালগঞ্জ জেলা সমিতির কার্যকরী পরিষদ গঠিত
ইতালির রাজধানী রোমে স্থায়ীয় একটি রেস্টুরেন্টের হলরুমে গোপালগঞ্জ জেলা সমিতি তাদের কার্যকরী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে।
হেকমত আলী সুজনের পরিচালনায় প্রধান অতিথি গোপালগঞ্জ জেলা সমিতির আহ্বায়ক মোঃ হাসান নতুন এই কার্যকরী পরিষদের নাম ঘোষণা করেন। ঘোষণায় সভাপতি হারুন শিকদার, সিনিয়র সহ সভাপতি হেকমত আলী সুজন, সাধারন সম্পাদক বদরুজ্জামান তালুকদার, সহ সাধারন সম্পাদক শেখ তামজিদ, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক খাদিজা ফারহা মুন্নি, কোষাধ্যক্ষ ওহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মহব্বৎ বেপারী, প্রচার সম্পাদক আব্দুল জব্বার সর্দার, সাংস্কৃতিক সম্পাদক ফাতেমা তুজ জোহরা সহ ৩৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। উল্লেখ্য গত ২৫শে জুন সর্ব সম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন মামুন শরীফ, মোঃ শাহজাহান, আসাদ সরকার, আসাদ সরকার সহ অনেকে।
আহ্বায়ক মোঃ হাসান এই নতুন কমিটির নেতৃ বৃন্দের উদ্দেশ্যে বলেন" সাংগঠনিক নিয়ম অনুযায়ী এই কমিটি গঠিত হয়েছে আর এই সংগঠনটি যেন সাংগঠনিক নিয়মেই চলে।" নব গঠিত এই কমিটির সভাপতি হারুন সিকদার সাধারণ সম্পাদক বদরুজ্জামান তালুকদার, সিনিয়র সহ সভাপতি হেকমত আলী সুজন অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন বাংলার কৃষ্টি ও সংস্কৃতি কে ধারণ করে রোমের বাঙালী কমিউনিটি কে সেবা প্রদান সহ বিভিন্ন জন কল্যাণ মূলক কাজ করে যাবে এই নব গঠিত গোপালগঞ্জ জেলা সমিতি।
শেষে নব গঠিত এই কমিটিকে ফুলেল অভিনন্দন জানান উপস্থিত অতিথিবৃন্দ।
এলএবাংলাটাইমস/এএল/এলআরটি
শেয়ার করুন