সুবর্ন নন্দী তাপসের বাসভবনে জন্মাষ্টমীর অনুষ্ঠান
প্রতীকী ছবি
									বছরের ন্যায় এবারও নিজ বাসভবনে শুভ জন্মাষ্টমীর অনুষ্ঠান আয়োজন করেছিলেন ক্যালিফোর্নিয়া ষ্টেট আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি সুবর্ন নন্দী তাপস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লসএঞ্জেলেস প্রবাসী কৃষ্ণ ভক্তবৃন্দসহ বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব মন্জুর আলম শাহীন ভাই সহ অনেকে। কীর্তন পরিচালনা করেন নেপাল পাল, শ্রীনাথ বন্ধু বিশ্বাস ও মানু পাল। 
এরপর ডঃ সুকৃত মুখার্জী উপস্থিত সকল শিশুদের নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনের কেক কাটেন ও পরে সকলের সুখ-শান্তির জন্য প্রার্থনা ও শান্তির জল ছিটিয়ে সকলের মঙ্গল কামনা করা হয়। 
সবশেষে প্রসাদ ও ডিনারের মাধ্যমে মাঝরাতে অনুষ্ঠানের শুভ সমাপ্তি হয়। 
জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী পংকজ দাসের তৈরী জন্মাষ্টমীর মঞ্চ অনুষ্ঠানের সৌন্দর্য বহুগুন বাড়িয়ে দেয়। তন্বী নন্দী উপস্থিত সকলকে নন্দী পরিবারের পক্ষে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এলএবাংলাটাইমস/এএল/এলআরটি																																																																																
 
								 News Desk
 										
										News Desk									 
 								 
							 
									 
									 
  
  
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
													
												 
													
												 
													
												 
													
												 
													
												 
													
												
শেয়ার করুন