নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
ইতালিতে আরেক প্রবাসীর মৃত্যু
ইতালি গাল্লারাতে দীর্ঘদিন থেকে বসবাস করতেন জালাল হোসাইন (৪৫)। গতকাল ১৭ নভেম্বর স্থানীয় সময় দুপুর ১২টায় কর্মস্থলে হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। নিহতের বাড়ি মাদারীপুর সদর থানার শিরখাড়া ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামে।
দেশটির মৃত্যুকালে স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। মরদেহ ইতালির গাল্লারাতের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরহুমের প্রথম জানাজা শেষে মরদেহ দেশে পাঠানো হবে বলে জানা যায়।
জালাল হোসাইনের মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার আত্মার মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য, একইদিনে আনোয়ার খান নামে রোমে এক বাংলাদেশির ঝুলন্ত মরদেহ পার্ক থেকে উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে ওই মরদেহের ময়না তদন্ত চলছে।
শেয়ার করুন