নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
নিসচা নিউজার্সি শাখার উদ্যোগে ইলিয়াস কাঞ্চনকে নাগরিক সংবর্ধনা
জননন্দিত চিএনায়ক ও নিরাপদ সড়ক চাই-র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন নিউজার্সীতে আগমন উপলক্ষে এবং সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় ২০১৮ তে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা “একুশে পদক” প্রাপ্তিতে নিউজার্সীতে গড়ে ওঠা “নিসচা” শাখার নেতৃবৃন্দ, গত ৪ ডিসেম্বর মঙ্গলবার নাগরিক সংর্বধনার আয়োজন করেন।
নিউজার্সী শাখার আহবায়ক আবুল কালাম এর সভাপতিত্বে, নিউজার্সির তরুণ সমাজকর্মী ও নিসচা নিউজার্সির সিনিয়র সদস্য নুরুজ্জামান সোহেলের পরিকল্পনায়, জালালাবাদ ট্রাভেলসের প্রেসিডেন্ট, বিশ্বনাথ সমিতি অব নিউজার্সির সাধারণ সম্পাদক, “নিসচা” নিউজার্সী শাখার সদস্য সচিব মাশুক আহমাদ এর সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন প্যাটারসন সিটির একমাত্র বাংলাদেশী বংশোদ্ভত কাউন্সিলম্যান, তারুন্যের অহংকার শাহীন খালিক ।
সভার শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন শাহজালাল লতিফিয়া ইসলামিক সেন্টার এর সভাপতি সৈয়দ জুবায়ের আলী ও স্বাগতিক বক্তব্য দেন, “নিসচা” নিউজার্সী শাখার সদস্য সচিব মাশুক আহমাদ।
শাহীন খালিক প্যাটারসন সিটির পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে একটি স্যাইটেশন এ্যাওয়ার্ড প্রদান করেন এবং জনাব ইলিয়াস কাঞ্চনকে প্যাটারসনে আসায় বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে অভিনন্দন জানান.
প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন নিরাপাদ সড়ক চাই, যুক্তরাষ্ট্র শাখার আহবায়ক, ইসমাইল হোসেন স্বপন, বিশেষ বক্তা ছিলেন নিরাপ সড়ক চাই, যুক্তরাষ্ট্র শাখার সদস্যসচিব, স্বীকৃতিবড়ুয়া.
বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই (নিসচা) নিউজার্সি শাখার যুগ্নআহ্বায়ক বিশ্বজিৎদেবাবলু, যুগ্ন আহ্বায়ক আলমগীরখান. যুগ্ন আহবায়ক মো: জুবের আহমদ, সদস্য মোহাম্মদ মহসিন , মোঃ ফরিদ উদ্দিন, সায়েক হোসাইন।
সংবর্ধিত অতিথি ইলিয়াস কাঞ্চন প্যাটারসনে সুন্দর এ আয়োজনের জন্য কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনাদের সমর্থন ও সহযোগিতা আমার দীর্ঘ চলার পথে ও “নিরাপদ সড়ক চাই” আন্দোলন চালিয়ে নিতে সব সময় সহায়ক ভুমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও আপনাদের সহযোগীতা ও সমর্থন আশা করি.
তিনি তার বক্তব্যে নিরাপদ সড়ক চাই কেন শুরু করে ছিলেন এবং তার এ আন্দোলন কতটা ভুমিকা রেখেছে তার ব্যাখ্যা দেন, এবং প্রবাসেও তার কতটা প্রয়োজন রয়েছে তাও তুলে ধরেন।
তিনি বলেন আল্লাহ মানুষকে বিশেষ যা দিয়ে সৃষ্টি করেছে তা হচ্ছে জ্ঞান , বুদ্ধি. মানুষ তার ব্রেইন ব্যাবহার করে বিপদ থেকে বাঁচতে পারে. দেশ বিদেশ যেখানেই একসিডেন্ট হচ্ছে তা আমাদের সচেতনতা, আইন না মানা, স্পীডিং করা, সহ অনেক কারণে হয়.
উদাহরণ দিয়ে বলেন আল্লাহ চাইলে মুসা নবীর জন্য নিজেই নদীতে রাস্তা করে দিতে পারতেন কিন্তু না আল্লাহ বললেন মুসা তোমার লাটি দিয়ে আঘাত কর তাইলে আমি রাস্তা করে দিব. এই ঘটনা এটাই শিক্ষা দেয় যে কাজ করতে হবে, জানতে হবে, বিপদ থেকে বাঁচার পথ জানতে হবে. তাইলে আল্লাহ আমাদের সাহায্য করবেন.
জাতিসংঘ রোড একসিডেন্ট না বলে এটাকে রোড ক্র্যাশ বলেছে কারণ এটা আমাদের অবহেলার জন্য হয় ।
জাতিসংঘ সকল সদস্য দেশ কে দ্রুততমসময়ে রোড একসিডেন্ট কে অর্ধেকে নিয়ে আসার কথা বলেছে . নিউ ইয়র্ক জিরো টলারেন্স ঘোষণা করেছে . তার মানে শুধু বাংলাদেশে নয় আমাদের সবাইকে নিয়ম জেনে, নিয়ম মেনে ড্রাইভিং করতে হবে. নিজেকে সচেতন ও অন্যকেও সচেতন করতে হবে আর এই কাজটিই আমি আমার নিরাপদ সড়ক চাই (নিসচা) এর মাধ্যমে করে যাচ্ছি. তিনি আর জন্য সকলের সচেতনতা ও নিসচার নানা ধরনের সামাজিক কর্মকান্ডে সহযুগিতা করার আহবান করেন।
বিশেষ অতিথি ছিলেন নিসচা যুক্তরাষ্ট্র শাখার উপদেষ্টা বীরমুক্তিযুদ্দা মনির হোসেন. নিসচা নিউজার্সি শাখার প্রধান উপদেষ্টা মোশাররফ আলম, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক এম এ সালাম. যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের আন্তর্জাতিক সম্পাদক ও হেলডন সিটি কমিশনার দেওয়ান বজলু চৌধুরী. নিউজার্সি বিএনপির সভাপতি কমিউনিটি এক্টিবিস্ট সৈয়দ জুবায়ের আলী, নিউজার্সি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপদেষ্টা শামীম আহমদ . নিউজার্সি জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এনামুল বারী মজনু. প্রসপেক্ট পার্ক সিটির বোর্ড অব এডুকেশন কমিশনার উপদেষ্টা মো: আবুল হোসেন সুরমান, উপদেষ্টা আব্দুল করিম ফরান, সোনালী এক্সচেঞ্জ প্যাটারসন শাখার পরিচালক উপদেষ্টা ফারুক এ সিদ্দিকী, উপদেষ্টা কমিউনিটি এক্টিবিস্ট আনহার মিয়া, ব্যাবসায়ী উপদেষ্টা তাজ উদ্দিন. আব্দুল করিম. জালালাবাদ সোসাইটির সাংগঠনিক সম্পাদক লোকমান হোসাইন, দিনবদল পত্রিকার প্রধান সম্পাদক সেলিম আজাদ, শফিক উদ্দিন ।
উপস্থিত ছিলেন প্যাটারসন সিটির সাবেক কমিশনার আলাউর খন্দকার, যুক্তরাষ্ট্র জাসদ নেতা মোস্তাব উদ্দিন ও কালাম আলী।
এলএবাংলাটাইমস/এএল/এলআরটি
শেয়ার করুন