শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
হিউসটন প্রবাসী মঈন চোধুরীর ইন্তেকাল
হিউসটন (টেক্সাস) প্রবাসী মঈন চোধুরী (৪৮) আর নেই। গত ১৩ই জানুয়ারী ২০১৯ তিনি ইন্তেকাল করেন। ইন্না ল্লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিউমেনিয়াতে আক্রান্ত ঐদিন হয়ে হাসপাতালে চিকিৎসা শেষ করে বাড়িতে এসে ঘুমন্ত অবস্থায় মারা যান । তিনি স্ত্রী মালিহা চোধুরী মালা ও তিন কন্যা সন্তান রেখে গেছেন।
ঢাকার মগ বাজারের সন্তান মঈন নিউ ইয়র্কে বসবাস করতেন তবে মালাকে বিয়ে করার পর হিউসটন (টেক্সাস) এ চলে আসেন। মালা-মঈন দুই জনে চাকরি করে খুব সুখে ও শান্তিতে ছিলেন । চাকরি ছেড়ে ব্যবসা এবং ক্যালিফরর্নিয়ার লস এঞ্জেলেসে আসার চিন্তা ভাবনা করছিলেন বলে জানা যায়।
উল্লেখ্য, মালিহা চোধুরী মালা পাবনার মেয়ে তবে মগ বাজার কাজী অফিস লেন ঢাকাতেঅনেক দিন বসবাস করেছেন এবং ভিকানুননেছা নুন স্কুল এ শিক্ষকতা করেছেন। মালা একজন কণ্ঠশিল্পী।
হিউসটন (টেক্সাস) প্রবাসী বাংলদেশীদের কাছে মালা-মঈন অনেক জনপ্রিয়। সদা হাস্যোজ্জ্বল সল্প ভাষী মঈন চোধুরীর এ অস্বাভাবিক মৃত্যুতে সবার মাঝে শোক এর ছায়া নেমে আসে।
পরিবারের সবাই মঈন এর জন্য আত্মার মাগফিরাতের জন্য দোয়া কামনা করেছেন। কাপাসিয়ার গাজীপুর এ পারিবারিক গোরস্তানে দাফন করার জন্য মরদেহ বাংলাদেশে নেওয়ার প্রস্তুতি চলছেয়ে বলে জানা গেছে ।
এলএবাংলাটাইমস/এএল/এলআরটি
শেয়ার করুন