নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
ক্যালিফোর্নিয়ায় ঈদ পুনর্মিলনী মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা রবিবার
রবিবার (১৪ জুলাই) ক্যালিফোর্নিয়ায় এক ঈদ পুনর্মিলনী মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে। Ehlers Event Center (8150 Knott Ave, Buena Park, CA)-এ আয়োজিত এই মেলায় থাকবে মুখরোচক খাবার, দেশি কাপড় ও পণ্যদ্রব্যের স্টল। এছাড়া থাকবে আকর্ষণীয় সাংস্কৃতিক পরিবেশনা।
বিকেল ৪টা থেকে রাত ১০ পর্যন্ত উক্ত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশীদের আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক মোহাম্মদ রহমান (রিটন) ও সামিউর রহমান (হিরা)।
শেয়ার করুন