আইএসের হাত থেকে মুক্তি পেল অপহৃত দুই প্রবাসী বাংলাদেশি
অবশেষে জঙ্গি সংগঠন আইএসের
হাতে ১৯ দিন জিম্মি থাকার পর মুক্তি পেয়েছেন দুইবাংলাদেশি। মুক্তি পাওয়া দুই বাংলাদেশি হলেন,জামালপুরের হেলাল উদ্দিন ও নোয়াখালীরআনোয়ার হোসেন।মঙ্গলবার লিবিয়ার স্থানীয় সময় সন্ধ্যায় মুক্তিপায় এই দুই জন। মঙ্গলবার রাত ১১ টার দিকেলিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস থেকে এ খবরনিশ্চিত করা হয়।গত ৬ মার্চ আইএস জঙ্গির হাতে অপহৃত হন ঐ দুইবাংলাদেশি। এ ঘটনার পর পররাষ্ট্র মন্ত্রণালয় ওলিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস দুই বাংলাদেশিকেউদ্ধারের জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালায়।মঙ্গলবার ত্রিপালিতে স্থানীয় সময় সন্ধ্যায় ঐ দুইবাংলাদেশি সুস্থ অবস্থায় ফিরে আসেন। ফিরেআসার পর দেশে তাদের আত্মীয়দের সঙ্গে কথাবলেছেন।উল্লেখ্য, গত ৬ মার্চ লিবিয়ার দক্ষিণাঞ্চলেরসির্তে শহরের আল ঘানি তেলখনিতে বন্দুকধারীজঙ্গিরা হামলা চালায়। স্থানীয় আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ারআগেই জঙ্গিরা ১১ জন নিরাপত্তাকর্মীকে হত্যাকরে। পরে সেখান থেকে দুই বাংলাদেশিসহ নয়জনবিদেশিকে জিম্মি করে।
News Desk
শেয়ার করুন