ব্রাউন ইউনিভার্সিটিতে গুলির ঘটনায় ‘পার্সন অব ইন্টারেস্ট’ আটক, জানিয়েছে পুলিশ
কংগ্রেসম্যান ব্র্যাড শেরম্যানের সাথে ক্যালিফোর্নিয়া বিএনপি নেতৃবৃন্দের সাক্ষাৎ
বেগম খালেদা জিয়ার কারামুক্তির জোড়ালো দাবী জানিয়ে গত ১০ নভেম্বর রবিবার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কংগ্রেসম্যান ব্র্যাড শেরম্যানের সাথে সাক্ষাৎ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্যালিফোর্ণিয়া শাখার একটি প্রতিনিধি দল। বিএনপির পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ক্যালিফোর্ণিয়া বিএনপির সভাপতি বদরুল এ চৌধুরী শিপলু।
কংগ্রেসম্যান মনযোগ সহকারে বিএনপি নেতৃবৃন্দের কথা শোনেন, এ সময়ে তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অবৈধভাবে জেলে আটকে রাখার জন্য উদ্বেগ প্রকাশ করেন এবং বিনা ভোটে নির্বাচিত আওয়ামী সরকারের অবৈধ অগণতান্ত্রিক কার্যক্রমের নিন্দা জানান।
কংগ্রেসম্যান ব্র্যাড শেরম্যান আমেরিকার বৈদেশিক সম্পর্ক বিভাগের অন্যতম প্রভাবশালী সদস্য এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের ফরেন কমিটির বর্তমান চেয়ারম্যান। বিএনপি প্রতিনিধি দলে আরও ছিলেন এম ওয়াহিদ রহমান, মোঃ আঃ বাছিত, মিকায়েল খান রাসেল, শাহাদাৎ হোসেন শাহীন, সৈয়দ নাসিরউদ্দিন জেবুল, মোয়াজ্জেম আহমেদ রাসেল, বদরুল আলম মাসুদ প্রমুখ।
News Desk
শেয়ার করুন