মরক্কো থেকে স্পেন যাওয়ার পথে নৌকা ডুবি, সিলেটের ৪ তরুণ নিহত!
ফাইল ছবি
মরক্কোর’ নাদুর থেকে নৌকা করে স্পেনের ম্যালিলা যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে নৌকা ডুবে গেলে ৪ বাংলাদেশী নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে মৃত্যুর বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদের মধ্যে দু’জনের বাড়ি বড়লেখা উপজেলা বলে জানা গেছে। অপর দুজনের বাড়ি বিয়ানীবাজার উপজেলা বলে ধারণা করা হচ্ছে। তবে হতাহতের বিস্তারিত নাম টিকানা এখন পাওয়া যায়নি।
মৃত্যুর মুখে থেকে স্পেনের দ্বীপে বেঁচে উঠা অপর যাত্রী জকিগঞ্জের তারেক আহমদ নিহতের কথা জানান। তারেক আহমেদ তাদের সাথে যাত্রী ছিলেন।
নৌকায় থাকা অন্য যাত্রীরা এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা যায়।
News Desk
শেয়ার করুন