নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
ফ্লোরিডার অরলান্ডোতে অ্যাপরেসিয়েসন পার্টি অনুষ্ঠিত
গত ২ ফেব্রুয়ারি ফ্লোরিডার,অরলান্ডোর লেক মিলস পার্কে এক জাঁকজমক অ্যাপরেসিয়েসন পার্টি অনুষ্ঠিত হয়।উল্লেখ্য যে ৪ জানুয়ারী স্যানফোর্ডে জমকালো পিঠা মেলা যাদের অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠিত হয়,তাদের নিয়েই এই অ্যাপরেসিয়েসন পার্টি আয়োজন করা হয়।লেক মিলস পার্কে হরিনের মাংস,হাঁসের মাংস সহ বাহারি রান্নার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত সবাই নানান রকম খাবারের স্বাদে আস্বাদন করে তৃপ্তির ঢেঁকুর তোলে।এই অ্যাপরেসিয়েসন পার্টির সার্বিক সহযোগিতায় ছিলেন সাইফুল ইসলাম দুলু ভুইয়া, তাহের,নান্টু চৌধুরি,ফিরোজ আহমেদ,টিটু বেপারী,টনি হোসেন,সানু,রিপন,বুলবুল আহমেদ, বাসার ভুইয়া,জহিরুল হক রয়েল,আলি আজগর,জাহাঙ্গীর আলম, রফিকুল আবেদিন,বিদ্যুত হোসেন,সদরুল আলম,আলম,আলামিন,নুরুল ইসলাম টিপু,সাদাত মিসু প্রমুখ।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বাবুল হাই,রুমেল,আবিদ আমির,সামসুর রহমান সামু,শেলি আহসান,ইউ এস বাচ্চু।অ্যাপরেসিয়েসন পার্টির অন্যতম সংগঠক দুলু ভুইয়া বলেন এই প্রবাসের মাটিতে বাংলাদেশের সংস্কৃতি টিকিয়ে রাখাই আমাদের মুল লক্ষ্য।
শেয়ার করুন