করোনাভাইরাসে যুক্তরাজ্যে এক বাংলাদেশির মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্রিটিশ-বাংলাদেশির মৃত্যু হয়েছে। সংক্রমণ ধরা পড়ার মাত্র পাঁচ দিনের মাথায় ম্যানচেস্টারের এক হাসপাতালে রোববার মারা যান তিনি।
মো: মোহসিন ইসলাম নামে ওই ব্যক্তি সম্প্রতি ইতালি গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর করোনায় আক্রান্ত হন তিনি।
কুষ্টিয়ার শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রকিউর রহমান যুগান্তরকে বলেন, আমার খালু মো: মোহসিন ইসলাম (৬০) আমার খালা ও ২ বাচ্চাকে নিয়ে লন্ডনে বসবাস করতেন। সম্প্রতি একটি কাজে তিনি ইতালি ভ্রমণ করেন। লন্ডনে ফিরে তিনি অসুস্থ হন এবং হাসপাতালে ভর্তি হলে করোনা ভাইরাস সনাক্ত হয়। চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা যান। পরিবারের সবাইকে হাসপতাল কর্তৃপক্ষ কোয়ারেন্টাইন করে রেখেছে।
মোহসিন ইসলামের ছেলে বিবিসিকে বলেছেন, মাত্র দু’মাস আগেও আমরা জানতাম না করোনাভাইরাস জিনিসটা কী, এই ভাইরাসটাই ছিল না। এখন এই ভাইরাস আমার বাবাকে কেড়ে নিল।
শেয়ার করুন