আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ৭ বিলিয়ন ডলারের জালিয়াতির দাবি ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের, মিনেসোটাকেও ছাড়িয়ে গেছে পরিমাণ

        লস এঞ্জেলেসে সড়ক দুর্ঘটনায় ২৯০ মৃত্যুর প্রতিবাদে সিটি হলের সামনে ব্যতিক্রমী ‘ডাই-ইন’ বিক্ষোভ

        মিনিয়াপোলিসে ফের এক মার্কিন নাগরিকের গুলিতে মৃত্যু, বিক্ষোভ আবারও জারি

        যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের পর ডব্লিউএইচওর রোগ পর্যবেক্ষণ নেটওয়ার্কে যোগ দিল ক্যালিফোর্নিয়া

        লস এঞ্জেলেসে গৃহহীন তহবিল আত্মসাৎ: দাতব্য সংস্থার প্রধান গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় বাড়ির দামে মৃদু পতন: ৮৮% এলাকায় মূল্য কমেছে

        বিচারকের পরোয়ানা ছাড়াই বাড়িতে ঢোকার নির্দেশ আইসিইকে—ফাঁস মেমো

        ক্যালিফোর্নিয়ায় ফেডারেল অভিযানে গুলি, ব্যাপক নিরাপত্তা তৎপরতা

        প্রথম প্রজন্মের গৃহক্রেতাদের জন্য ক্যালিফোর্নিয়ার ডাউন পেমেন্ট সহায়তা কর্মসূচি আবার চালু

        ট্রাম্পের কাছে ‘নতি স্বীকার’ না করতে বিশ্বনেতাদের কড়া বার্তা নিউজমের

        ২০২৫ সালের শেষে ক্যালিফোর্নিয়ায় বাড়ির দাম কমেছে, বিক্রি বেড়েছে

        সেতু উন্নয়নকাজের জন্য রাতে ইউএস-১০১ ফ্রিওয়ে বন্ধ থাকবে

        ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল লস এঞ্জেলেসের ডাউনটাউন

        অভিবাসন কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে মিনেসোটার শীর্ষ নেতাদের সমন জারি

        চতুর্থ সন্তানের মা হতে চলেছেন যুক্তরাষ্ট্রের সেকেন্ড লেডি উষা ভ্যান্স

        দক্ষিণ ক্যারোলাইনায় হামের সংক্রমণ বেড়েই চলেছে

        দুর্ঘটনায় ফার্মেসির ভেতরে ঢুকে পড়ল টেসলা, আহত ২

        ইন্ডিওর কাছে ৪.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ‘এটা বর্ণভিত্তিক প্রোফাইলিং’: অরেঞ্জ কাউন্টিতে ফেডারেল অভিবাসন অভিযানে আতঙ্ক

        গ্রিনল্যান্ড নিয়ে শুল্ক হুমকি বাস্তবায়নের অঙ্গীকার ট্রাম্পের, ইউরোপীয় ইউনিয়নের সতর্ক বার্তা

আমাদের অহংকার করার মত একটি দেশ আছে: ডক্টর সিদ্দিকুর রহমান

আমাদের অহংকার করার মত একটি দেশ আছে: ডক্টর সিদ্দিকুর রহমান

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এর সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান বলেছেন, আমাদের অহংকার করার মত একটি দেশ আছে। দেশটাকে ভালবাসুন। গত ১৮ ডিসেম্বর সেন্ট্রাল ফ্লোরিডার ওররান্ডোর আপনা ইভেন্ট সেন্টারে সন্ধা ৭ টায়  সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিজয় উ্ৎসব ও নতুন কমিটির অভিষেক প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, যুক্তরাস্ট্রের আওয়ামী লীগের রাজনীতিতে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ একটি অনুকরনীয় সংগঠন। আজ বিদায়ী সভাপতিকে যেভাবে সম্মান জানিয়ে বিদায় জানানো হচ্ছে তা দেখার ও শেখার বিষয়। এই কমিটির উপদেষ্টায় যারা আছেন তারা দেশের গর্বিত সন্তান।

আপনারা দেশটাকে ভালবাসবেন। বিদেশ থেকে দেশের ভাবমুর্তি নষ্ট করতে একটি শক্তিশালী চক্র কাজ করছে, আপনারা সজাগ থাকবেন।

তিন পর্বের বিজয় উ্যসবের শুরুতে বিদায়ী সভাপতি জয়নাল চৌধুরীকে ক্রেষ্ট দিয়ে সভাপতিত্ব গ্রহন করেন নতুন সভাপতি কাজী আসিফ ইকবাল (সুকন) ।

মুল অনুষ্টানের শুরুতে বাংলাদেশের যুদ্ধের উপর ও ডিজিটাল বাংলাদেশের উপর ডকুমেন্টরী প্রদর্শন করা হয়ে। ছিল বাচ্চাদের চিত্রাংকন পণতিযোগীতা।

মাহনগর আওয়ামী  লীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন সেন্টু মহানগর আওয়ামী লীগের মুল আলোচনা পর্বের উপস্থাপনা করেন৷ প্রথমে জাতীয় সংগীত,কোরআন তেলাওয়াত ও মুক্তিযোদ্ধাদের স্বরণ  করে নিরবতা পালন করা হয়ে।  বিশেষ অতিথীর বক্তব্য্ মুক্তিযোদ্ধা প্রকৌশলী ইকবাল হায়দার বলেন,  বিশ্বের একমাত্র জাতি আমরা ভাষার জন্য ও দেশের জন্য  রক্ত দিয়েছি। বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল। মুক্তিযুদ্ধ বিষয়ক একাধিক গ্রন্থের লেখক উপদেষ্টা ডাক্তার নুরুল আমিন বলেন, আমাদের সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ  আজ আমেরিকার একটি ভাল সংগঠন। প্রতিষ্টাকালীন সভাপতি হিসাবে গর্ব বোধ করি।  বিশেষ অতিথির বক্তব্য উপদেষ্টা ডাঃ মুরাদ খাঁন ঠাকুর বলেন,বাংলাদেশের ৫০ বছরের অর্জন নিয়ে গবেষনা চলছে৷ আমাদের বর্তমান সরকারের সুযোগ্য নেতৃত্বেই দেশ নানা সুচকে  বিশ্বে সমাদৃত৷ উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা  শামীম মৃধা বলেন, বাংলাদেশের মুক্তিযোদ্বারা বর্তমানে সম্মানিত। তাদের সন্তানরা-ও সম্মান ও গর্ববোধ করেন, তার পিতার কারনে।

আরো বক্তব্য্ রাখেন সাবেক ছাত্রনেতা যুগ্ম সম্পাদক নাজিম উল্লাহ লিটন,সহ-সভাপতি সাংবাদিক - কলামিষ্ট জুয়েল সাদাত,সাংগঠনিক সম্পাদক বাহার হোসেন, সিনিয়র সভাপতি জাহাঙ্গির সরদার, সহ সভাপতি  মেহেদি বাবুল  ।

সভাপতির বক্তব্য্ কাজী আসিফ ইকবাল  সুকন, বলেন আমরা সেন্ট্রাল ফ্লোরিডার  সকলকে দাওয়াত করেছিলাম সম্মিলিতভাবে বিজয উ্যসব পালনের। সবাই এসেছেন, আমরা ধন্যবাদ জানাই সকলকে।  আমাদের আগামীতে আরো বড়ো পরিসরে বিজয়  দিবস আয়োজনের সুযোগ থাকবে।

দ্বিতীয় পর্বে আনোয়ার হোসেন সেন্টু ও নাজিম উল্লাহ  লিটনের সম্পদনায় বিজয় উ্যসবের ম্যাগাজিন "স্বপ্ন" এর মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথি ও উপদেস্টারা,  চম্যকান প্রচ্ছদের ৯২ পৃষ্ঠার তথ্যবহুল "স্বপ্ন"  ম্যাগাজিন সকলের দৃস্টি কাড়ে।

বিজয় উ্যসবের আকর্ষনীয় শিশুদের উন্মুক্ত চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্টানে ২৪ জন অংশগ্রহন করে। তাদের মধ্য সেরাদের বাছাই করে ১২ জনকে পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রদান করেন মোহাম্মদ সফি, নাজিম উল্লাহ লিটন, কাজী আসিফ ইকবাল সুকন।  

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ বিজয় উ্যসবে দীর্ঘদিন সেন্ট্রাল ফ্লোরিডা আওয়ামী লীগের পেছনে ও কমিউনিটিতে নিবেদিত কাজ করার জন্য্  দুই জনকে কমিউনিটি এওয়ার্ড প্রদান করে। তারা হলেন ডেমোক্রটিক রাজনীতিতে সম্পৃক্ত এ কে এম হোসেন হিটু ও নোরেন হায়দার। তারা তাদের অনুভুতি ব্যাক্ত করে কমিউনিটির সকলকে ও সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগকে ১৭ তম বিজয় দিবস পালনের জন্য্ ধন্যবাদ জানান।

অনুস্টানে শেষ দিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান "বঙ্গবন্ধুর আত্বজীবনী" গ্রন্থ  সকলকে উপহার দেন।

বিজয় উ্যসবের মুল আকর্ষন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন, নাজিম উল্লাহ লিটন। রোকশানা মির্জা দেশের গান দিয়ে শুরু করেন। তিনি একাধারে দশটি জনপ্রিয়্ গান পরিবেশন করেন। রোকশানার পার্ফমেন্স দর্শকদের আনন্দ দান করে৷

রাত ১১ টায় মঞ্চে আসেন বাউল সম্রাট সফি মন্ডল। অসাধারন পরিবেশনায সফি মন্ডল মাতিয়ে রাখেন পুরো ১ ঘন্টা। চম্যকার গায়কী ভঙ্গি ও লোকজ পোষাকের সফি মন্ডল জনপ্রিয়্ লোকজ সংগীত পরিবেশন করেন। রাত বাড়তে থাকে দর্শকরা বসে গান শোনেন দেশের গান,মাটির গান, মুগ্ধতায় নাঁচতে থাকেন। দেশপ্রেমের  'বাংলাদেশ " পুরো মিলনায়তনে বাংলাদেশ প্রতিধ্বনিত হতে থাকে।

চার শত নাগরিকদের ৫ ঘন্টা বিনোদন  দিতে, নিজ আসনে   খাবার  পৌছে দেয়া থেকে নিরলসভাবে  স্টেজ সাজানো,  ম্যাগাজিন,  অতিথিদের বরন তাদের হোটেল অপ্যায়ন থেকে শুরু করে  মুল অনুস্টান মঞ্চ তৈরী করার পেছনে যারা কাজ করেছন তারা হলেন মুরাদ হোসেন, নাজিম উল্লাহ লিটন, আব্দুল জলিল,জুয়েল সাদাত, আনোয়ার হোসেন সেন্টু, মিজানুর রহমান সামশু,কাজী লোপা,রোকেয়া আকতার মিশু,আবু সাইদ, মোহম্মদ শফি,মিজান মোস্তফা সবুজ,জাহাঙ্গির সরদার,আলো আহমদ  প্রমুখ।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত