আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় বাড়ির দামে মৃদু পতন: ৮৮% এলাকায় মূল্য কমেছে

        বিচারকের পরোয়ানা ছাড়াই বাড়িতে ঢোকার নির্দেশ আইসিইকে—ফাঁস মেমো

        ক্যালিফোর্নিয়ায় ফেডারেল অভিযানে গুলি, ব্যাপক নিরাপত্তা তৎপরতা

        প্রথম প্রজন্মের গৃহক্রেতাদের জন্য ক্যালিফোর্নিয়ার ডাউন পেমেন্ট সহায়তা কর্মসূচি আবার চালু

        ট্রাম্পের কাছে ‘নতি স্বীকার’ না করতে বিশ্বনেতাদের কড়া বার্তা নিউজমের

        ২০২৫ সালের শেষে ক্যালিফোর্নিয়ায় বাড়ির দাম কমেছে, বিক্রি বেড়েছে

        সেতু উন্নয়নকাজের জন্য রাতে ইউএস-১০১ ফ্রিওয়ে বন্ধ থাকবে

        ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল লস এঞ্জেলেসের ডাউনটাউন

        অভিবাসন কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে মিনেসোটার শীর্ষ নেতাদের সমন জারি

        চতুর্থ সন্তানের মা হতে চলেছেন যুক্তরাষ্ট্রের সেকেন্ড লেডি উষা ভ্যান্স

        দক্ষিণ ক্যারোলাইনায় হামের সংক্রমণ বেড়েই চলেছে

        দুর্ঘটনায় ফার্মেসির ভেতরে ঢুকে পড়ল টেসলা, আহত ২

        ইন্ডিওর কাছে ৪.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ‘এটা বর্ণভিত্তিক প্রোফাইলিং’: অরেঞ্জ কাউন্টিতে ফেডারেল অভিবাসন অভিযানে আতঙ্ক

        গ্রিনল্যান্ড নিয়ে শুল্ক হুমকি বাস্তবায়নের অঙ্গীকার ট্রাম্পের, ইউরোপীয় ইউনিয়নের সতর্ক বার্তা

        মিনেসোটায় চার্চের প্রার্থনা পণ্ড: আইসিই বিরোধী বিক্ষোভ তদন্তে মার্কিন বিচার বিভাগ

        স্পেনে দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১, আহত শতাধিক

        লস এঞ্জেলেসে ফ্রিওয়ে দুর্ঘটনায় যুবক নিহত, আহত ৫

        রিভারসাইড কাউন্টিতে নিখোঁজ বন্ধুদের খুঁজতে গিয়ে মৃত্যু হলো এক হাইকারের

        গুলিতে নিহত ১৪ বছরের জনপ্রিয় ফুটবল খেলোয়াড়, শোকাহত পুরো এলাকা

বিনম্র শ্রদ্ধায় জাপানে জাতীয় শোক দিবস পালন

বিনম্র শ্রদ্ধায় জাপানে জাতীয় শোক দিবস পালন

জাপানে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে বঙ্গবন্ধু পরিষদ জাপান শাখা। পরিষদের সভাপতি শেখ এমদাদ এর সভাপতিত্বে গত ২৩ আগস্ট অায়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাপানস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবে সাতুশি, মিসেস ওয়াতানাবে শিনোবু, তানুমা তাকাশি এবং ঢাকাস্থ জাপানের সাবেক রাষ্ট্রদূত হরিগুচি।


কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে শুরু অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করার পর জাতীয়সঙ্গীত বাজানো হয়। এরপর আগত অতিথিবৃন্দ, প্রবাসী এবং জাপানিরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন। দ্বিতীয় পর্বে ছিল আলোচনা অনুষ্ঠান। আলোচনা করেন বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য রবি, বঙ্গবন্ধু পরিষদের প্রাক্তন সদস্য আসিফ, শহীদুল ইসলাম, মোঃ নাহিদ, শাহিদুর রহমান হিরু, বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য এবং আওয়ামী লীগ জাপান শাখার প্রাক্তন সভাপতি প্রমুখ।
বক্তারা বঙ্গবন্ধুর জীবন, কর্মকান্ড এবং সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে কথা বলেন। বাংলার মানুষ তার অপরিসীম অবদানের কথা কোনোদিন ভুলতে পারে না বলেও বক্তারা উল্লেখ করেন। উপস্থিত অতিথি মিসেস ওয়াতানাবে শিনোবু বলেন, বাংলাদেশের স্বাধীনতার সুদীর্ঘ লড়াইয়ে বঙ্গবন্ধুর কী ভূমিকা ছিল, তিনি কীভাবে একটি পরাধীন জাতিকে স্বাধীনতা এনে দিলেন। এটা একদিনে সম্ভব হয়নি, তার জন্য বহু ত্যাগ স্বীকার করতে হয়েছে, অনেক রক্ত দিতে হয়েছে।

প্রধান অতিথি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, জাপান বঙ্গবন্ধুকে যে সম্মান প্রদান করেছিল ১৯৭৩ সালে তা অবিস্মরণীয়। তার সুযোগ্য কন্যা বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর জাপান সফর করেছেন। দুই দেশের মধ্যে একটি শক্তিশালী সম্পর্ক বিরাজ করছে যার ভিত্তি স্থাপন করেছিলেন বঙ্গবন্ধুই। গত বছর প্রধানমন্ত্রী জাপান সফরকালে নাগাসাকি শান্তি উদ্যানে একটি শান্তিস্তম্ভ স্থাপনের কথা ঘোষণা করেছেন সে অনুযায়ী সেটা স্থাপিত করেছেন।

তিনি আজকে শোকসভায় উপস্থিত থাকার জন্য জাপানের ডায়েট সদস্য তানুমা তাকাশি স্থানীয় সংসদ সদস্য আবে সাতুশি, মিসেস ওয়াতানাবে শিনোবু এবং ঢাকাস্থ জাপানের সাবেক রাষ্ট্রদূত হরিগুচিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ধন্যবাদ জানান বঙ্গবন্ধু পরিষদ জাপান শাখার সদস্যদেরও অনুষ্ঠানটি আয়োজন করার জন্য।

বিশেষ অতিথি তানুমা তাকাশি তার বক্তব্যে গভীর শ্রদ্ধা প্রদর্শন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। তিনি বলেন, আজ থেকে দেড়শ বছর আগে মেইজি যুগে নতুন জাপান প্রতিষ্ঠাকালে একাধিক ব্যক্তি জীবন উৎসর্গ করেছেন। বহু জাপানি প্রাণ বিসর্জন দিয়েছেন জাপানকে বহির্বিশ্ব থেকে রক্ষা করার জন্য। সেদিক থেকে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের সংগ্রাম ও অবদান কতখানি গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ আমরা অনুধাবন করতে পারি।

বিশেষ অতিথি ঢাকাস্থ জাপানের সাবেক রাষ্ট্রদূত হরিগুচি বাংলাদেশ ও জাপানের এই দ্বিপাক্ষিক সম্পর্ক যাতে আরও শক্তিশালী করা যায় তার জন্য জাপান কাজ করে যাবে উল্লেখ করেন। সভাপতির ভাষণে শেখ এমদাদ হোসেইন বলেন, আমরা জাপানে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা একাত্মভাবে থাকতে চাই, দেশের জন্য কাজ করতে চাই। কিন্তু জাপানে কিছু সংখ্যক আমাদের মধ্যে বিভাগ-বিভাজনের সৃষ্টি করছেন। যাদেরকে মূল্যায়ন করার তাদেরকে অবজ্ঞা করছেন যা কাম্য নয়। বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন সোনার বাংলা গড়ার লক্ষ্যে আসুন সবাই মিলে কাজ করি এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি। অহেতুক রাগ-বিরাগ, দ্বন্দ্ব-সংঘাতের মাধ্যমে আমরা পিছিয়ে যেতে চাই না।


শেয়ার করুন

পাঠকের মতামত