নিউজার্সি স্টেট আ.লীগ সাধারণ সম্পাদক এবং ফেবসবুক বন্ধুদের উদ্যোগে বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরণ
সুনামগঞ্জ ও সিলেটের পাশপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত হবিগঞ্জ জেলা। দীর্ঘস্থায়ী রূপ নিয়েছে হাওর অধ্যুষিত হবিগঞ্জ জেলার বন্যা। দুর্ভোগের মধ্যে জীবনযাপন করছে বন্যাদুর্গত পরিবারগুলো।
এ অবস্থায় দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের জন্তরী গ্রামের সন্তান যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু এবং উনার যুক্তরাষ্ট্রস্থ ফেসবুক বন্ধু প্রদীপ চক্রবর্তী, নিবেদিতা মজুমদার, গৌতম ঘোষ, মিল্টন দাশ, দ্বীপ্ত রায়, বিশ্বজিৎ সাহা, অলক চ্যাটার্জী, জিজেট শেঠী, শায়েক হোসেন, দেওয়ান বজলু চৌধুরী, শাকিব হায়দার, জিএন হাবিব আহমেদ, আমীর হোসেন হিরা, মনিকা দে, নন্দনী দেব’র অর্থায়নে বিশ্বজিৎ দে বাবলুর নিজ গ্রামে গত রবিবার (২৪ জুলাই) হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৭ নং করগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জন্তরী গ্রামের ৭১ জন মানুষের মধ্যে নগদ এক হাজার করে ৭১ হাজার টাকা বিতরণ করা হয়।
বন্যার্তদের হাতে এই নগদ অর্থ সহায়তা তুলে দেন সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু’র পিতা-মাতা সরকারী প্রাথমিক স্কুলের অবঃ শিক্ষক বেনু লাল দে এবং সবিতা ঘোষ, প্রাক্তন মেম্বার মোহাম্মদ আলকাছ মিয়া, বিশিষ্ট সমাজসেবক শ্রী নিহারেন্দু গোস্বামী, পান্না লাল ভট্টাচার্য, বর্তমান মেম্বার সাঈদুর রহমান, বিশিষ্ট সমাজসেবক মহিবুবুর রহমান প্রমূখ।
এলএবাংলাটাইমস/এলআরটি/এ
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]
News Desk
শেয়ার করুন