আপডেট :

        দুই শতাধিক কর্মকর্তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র

        প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস

        সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় রয়েছেন প্রার্থীরা

        দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

        উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও চার নেতাকে বহিষ্কার

        এআই কি প্রতারণায় দক্ষ হয়ে উঠছে

        নিউইয়র্কে বাংলা বইমেলা শুরু ২৪ মে, থাকছে দশ হাজার নতুন বই

        ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একটি ভবন বিক্ষোভকারীদের দখলে, ক্লাস বাতিল

        দেশের ৬৪ জেলায় তাপপ্রবাহ বেড়েছে,হচ্ছে মৃত্যু

        ইন্টারনেট বন্ধে ষষ্ঠবারের মতো শীর্ষে ভারত

        দুই দফায় বিতর্কে মুখোমুখি হচ্ছেন বাইডেন ও ট্রাম্প

        পুতিন এবং শি’র একে অপরকে পুরনো বন্ধু বলে অভিহিত করলেন

        সুবিধাবঞ্চিত শিশুদের জন্য মানসম্মত শিক্ষার ব্যবস্থায় সমঝোতা স্মারক সই করেছে ইমো ও জাগো ফাউন্ডেশন

        চলতি বছরের আসন্ন বাজেটে জুলাই থেকে মেট্রোরেলের টিকিটের মূল্যে পরিবর্তন

        কিশোরগঞ্জের হোসেনপুরে তীব্র গরমে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অসুস্থ

        রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চীন সফর

        হাতে ছয় আঙুল থাকায় ৪ বছরের এক কন্যা শিশুকে অপারেশনের সিদ্ধান্ত নিতে গিয়ে ঘটলো বিপত্তি

        প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটার উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ

        রিয়েলমি সি৬৫ বনাম ভিভো ওয়াই২৭এস: কোন ফোনের ফিচার বেশি উন্নত?

        প্রতারণার আশ্রয় নিয়ে পাঁচ বছরের আয়কর রিটার্ন ও রেজিস্ট্রার ঘষামাজা করে আয়

মালয়েশিয়া যেতে ৪৫ হাজার টাকার বেশি লাগবে না

মালয়েশিয়া যেতে ৪৫ হাজার টাকার বেশি লাগবে না

এ ব্যাপারে গন মাধ্যম থেকে বেশ কিছু প্রশ্ন করা হয় প্রবাসি কল্যাণ মন্ত্রী জনাব নুরুল ইসলাম কে।
জনশক্তি রফতানির কথা উঠলে, প্রথমেই আসে মালয়েশিয়ার কথা। দেশটিতে জনশক্তি রফতানি প্রায় ছয় বছর ঝুলে আছে। জিটুজি, বিটুবির পর জিটুজি প্লাস আলোচনা আছে। কিন্তু জিটুজি প্লাস চুক্তি হবে কবে?

নুরুল ইসলাম :জিটুজি প্লাস চূড়ান্ত পর্যায়ে আছে। সহসাই দুই দেশের মধ্যে চুক্তি হবে।
চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছিল। মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উত্থাপনের পর্যায়ে ছিল।
মালয়েশিয়ার অনুরোধে চুক্তির বিভিন্ন দিক পর্যালোচনা করা হচ্ছে।

প্রশ্ন :মালয়েশিয়া চুক্তির কোন কোন শর্তে আপত্তি করেছে? দেশটির
গণমাধ্যমে খবর বেরিয়েছে, মালয়েশিয়ান উপপ্রধানমন্ত্রী আপনাকে চিঠি দিয়ে শর্ত
দিয়েছেন, তার পছন্দের প্রতিষ্ঠানকে কর্মী বাছাইয়ের কাজ দিতে হবে।

নুরুল ইসলাম :মালয়েশিয়ার কোনো আপত্তি নেই। চুক্তি নিয়ে কোনো মতবিরোধ নেই।
আমরা সময় নিচ্ছি চুক্তিকে আরও কর্মীবান্ধব করার। বিদেশ গিয়ে সবাই
যেন কাজ পায়, তা নিশ্চিত করতে চাইছি। মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আমাকে
কেন চিঠি দেবেন? মালয়েশিয়ার পছন্দের প্রতিষ্ঠানই যদি কর্মী বাছাইয়ের কাজ
পায়, তাহলে আমাদের রিত্রুক্রটিং এজেন্সিগুলো কী করবে? আমি কোনো
সিন্ডিকেটকে কাজ দেব না। যাদের অতীত অভিজ্ঞতা আছে, যাদের বিরুদ্ধে
কোনো অভিযোগ নেই_ তারাই কর্মী পাঠাবে। অন্য কাউকে মধ্যস্বত্ব ভোগের
সুযোগ দেব না।

প্রশ্ন :মালয়েশিয়ায় কবে নাগাদ কর্মী যেতে পারবে?

নুরুল ইসলাম :আমরা আশা করছি সহসাই চুক্তি হবে। চুক্তি হলেই কর্মী যাওয়া শুরু
হবে। ২০১৫ সালে মালয়েশিয়ায় ৩০ হাজার কর্মী গিয়েছেন। জনশক্তি রফতানি বন্ধ
নেই। চুক্তি হলে বড় পরিসরে যাবে।

প্রশ্ন :২০১২ সালে প্রায় ১৫ লাখ কর্মী মালয়েশিয়া যেতে নিবন্ধন করেছিলেন।
তখন বলা হয়েছিল কর্মীপ্রতি ব্যয় হবে ৩৩ হাজার টাকা। নতুন করে নিবন্ধন করতে
হবে, নাকি তারাই যাবে?

নুরুল ইসলাম :যাদের নাম নিবন্ধন করা আছে, তারা যাবেন। নতুন করেও নিবন্ধন
করা যাবে। সব মিলিয়ে ৪০-৪৫ হাজার টাকার বেশি ব্যয় হবে না। শুধু বনায়ন বা
কৃষি নয়, সব খাতেই কর্মী যাবে। সৌদি আরবেও জনশক্তি রফতানির বাধা ওঠে
যাচ্ছে। সেখানেও সব খাতেই কর্মী যাবে।

প্রশ্ন :জনশক্তি রফতানি বৃদ্ধির কথা বলা হলেও, ঘুরে ফিরে ৭-৮টি দেশে কর্মী
যাচ্ছেন। নতুন বাজারে বড় পরিসরে জনশক্তি রফতানি হচ্ছে না। এতে কি
জনশক্তি রফতানির লক্ষ্য অর্জিত হবে?

নুরুল ইসলাম :থাইল্যান্ড, অস্ট্রেলিয়ায় নতুন বাজারের সন্ধান চলছে। অস্ট্রেলিয়া দক্ষ
কর্মী চায়। কৃষি, প্রকৌশলসহ ১২ খাতে কর্মী নিতে আগ্রহী তারা। কোনো দেশই
এখন আর অল্প-দক্ষ কর্মী নিতে রাজি নয়। তাই নতুন বাজার খোঁজার পাশাপাশি
কর্মীদের দক্ষ করে গড়ে তোলাকে গূরুত্ব দিচ্ছি। নতুন করে ৪০টি প্রশিক্ষণ কেন্দ্র
নির্মাণ প্রকল্প চূড়ান্ত পর্যায়ে আছে। কর্মীরা যে দেশে যাবে, সেখানকার
ভাষা ও সংস্কৃতি শেখাতে ১ মাসের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

প্রশ্ন :২০১৫ সালে জনশক্তি রফতানি আগের বছরের তুলনায় ৩০ শতাংশ বেশি
হয়েছে। আপনার ঘোষণা ছিল রফতানি দ্বিগুণ হবে। এ ঘোষণা বাস্তবায়নে কি
উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়?

নুরুল ইসলাম :শুধু কর্মীদের বিদেশ পাঠানো নয়, তারা যাতে সেখানে গিয়ে কাজ পায়
তা নিশ্চিত করতে চাই আগে। ২০০৮ সালে মালয়েশিয়ায় আড়াই লাখ কর্মী
গিয়েছিল। তাদের অনেকেই কাজ পায়নি। রাস্তায় রাস্তায় ঘুরেছে। আমি চাই না,
বেশি বেশি কর্মী পাঠানোর নামে এ অবস্থা সৃষ্টি করতে। যারা কাজ পাবে,
তাদেরই পাঠানো হবে।

প্রশ্ন :প্রবাসে বাংলাদেশি কর্মীরা শ্রম অধিকার পাচ্ছেন না। বিশেষ করে
কাতারে এমনটি ঘটছে বলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা
হয়েছে। ভারত অভিযোগ আমলে নিয়ে কাতারে জনশক্তি রফতানি বন্ধ
রেখেছিল। বাংলাদেশি কর্মীদের অভিযোগ, বাংলাদেশ কোনো ব্যবস্থা
নিচ্ছে না।

নুরুল ইসলাম :এমন কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। প্রবাসে
কর্মীরা সকল সুযোগ-সুবিধা পান না_ তা সত্য। কিন্তু সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে
না_ তা সত্য নয়। ২৮টি দেশে শ্রম উইং চালু করা হয়েছে। প্রবাসী কর্মীরা সেখানে
তাদের অভিযোগ জানাতে পারছেন। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা
শতভাগ সফল তা বলব না।

প্রশ্ন :বাংলাদেশি কর্মীদের বেতন অন্যান্য দেশের কর্মীদের তুলনায় অনেক
কম। ভারতের কর্মীদের প্রায় এক- তৃতীয়াংশ। কর্মীরা অভিযোগ করেন,
বাংলাদেশ নিয়োগকারী দেশগুলোর কাছ থেকে ভালো বেতন আদায় করতে পারে
না।

নুরুল ইসলাম :বাংলাদেশি কর্মীরা পরিশ্রমী। কিন্তু ইংরেজি ভাষায় দক্ষতার
অভাবে ভালো বেতন পাচ্ছেন না। ফিলিপাইনের কর্মীরা ভাষা দক্ষতার
কারণেই বেশি আয় করছে। তাই আমরা ভাষার ওপর জোর দিচ্ছি। ভাষা শিখিয়ে
বিদেশ পাঠানো হবে। পাকিস্তান ইনসেনটিভ দেওয়ার কারণেই তাদের
রেমিট্যান্স বেড়েছে। বাংলাদেশ ইনসেনটিভ দিলে আমাদের
আয়ও ২০ বিলিয়ন ডলার ছাড়াবে। এটা সরকারের সিদ্ধান্তে হবে। এখানে
মন্ত্রণালয়ের ভূমিকা রাখার সুযোগ থাকে না।

প্রশ্ন :মানব পাচারের কারণে গত বছর
বাংলাদেশের ভাবমূর্তি সংকটে
পড়েছিল। সরকারের কড়াকড়িতে সাগরপথে
পাচার বন্ধ হলেও, আকাশপথে আগের
অবস্থা আছে। এ বিষয়ে আপনার মতামত
জানতে চাই।

নূরুল ইসলাম :পুলিশ কয়েক মাসে অনেক
পাচারকারী ও পাচারের শিকার
ব্যক্তিদের উদ্ধার করেছে। আমরা নমনীয়
হলে তারা আটক হতো না। সরকার এ বিষয়ে
কঠোর অবস্থানেই আছে। যারা বৈধ পথে
বিদেশে কাজ করতে যায় বিমানবন্দরে
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় শুধু তাদের
ছাড়পত্র যাচাই করে। যারা অবৈধভাবে
যায়, তাদের ঠেকাবো কীভাবে? তারপরও
বিমানবন্দরে আমাদের কর্মকর্তাদের কেউ
জড়িত ছিলেন, এটা জানার সঙ্গে ২৬ জনের
বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা
অনিরাপদ অভিবাসনকে সুযোগ দেব না।

শেয়ার করুন

পাঠকের মতামত