জর্জিয়ায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে প্রবাসী এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন তার হিসাবরক্ষক।
নিহত সাইফুল ইসলাম ভূঁইয়ার (৩৫) ও তার হিসাবরক্ষক রেজোয়ানের (২১) বাড়ি নোয়াখালী জেলায়।
রোববার রাতে আটলান্টার ডাউন টাউনের ওয়েস্ট ভিউ ড্রাইভে সাইফুলের গ্রোসারির দোকানের সামনে হামলার ঘটনা ঘটে। এ সময় তিনি দোকান বন্ধ করে বাড়ি ফেরার জন্য গাড়িতে ওঠছিলেন।
সাইফুলের গাড়িটি দোকান থেকে পার্কিং লট পার হয়ে রাস্তার ওঠার মুহূর্তে একটি সাদা গাড়ি সামনে এসে দাঁড়ায়। ওই গাড়ি থেকে বেরিয়ে এসে দুই হামলাকারী সাইফুলের গাড়ির কাচ ভেদ করে দুই রাউন্ড গুলি ছোড়ে।
সাইফুলের গাড়িটি চলতে শুরু করলে দুই মিনিটের মাথায় দুই হামলাকারী আবারও গুলি করে, তারপর পালিয়ে যায়।
সাইফুলের বড় ভাই মুখলেস ভূঁইয়া জানান, তারা ছয় ভাই আটলান্টায় থাকেন। সাইফুল যুক্তরাষ্ট্রে এসেছিলেন ২০০২ সালে। তার দুটি শিশু সন্তান রয়েছে।
এলএবাংলাটাইমস/এএল/এলআরটি
News Desk
শেয়ার করুন