নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
ক্যালট্রান্সে চাকরি বিষয়ক বাফলার উন্মুক্ত সেমিনার ২৯ অক্টোবর
সম্প্রতি
ক্যালট্রান্স বিভিন্ন পদবিতে প্রায় ১০০০ এর বেশি লোক নিয়োগের ঘোষণা
দিয়েছে। এই উপলক্ষে কমিউনিটির চাকরিপ্রত্যাশী ও আগ্রহী সদস্যদের জন্য
প্রথমবারের মতো বাফলা আয়োজন করেছে একটি নির্দেশনামূলক উন্মুক্ত সেমিনার।
সেমিনারটি আগামী ২৯অক্টোবর বিকাল ৪:৩০-৬:৩০ সময় বাফলার অফিসে অনুষ্ঠিত
হবে। আয়োজন সহযোগিতা করেছেন ক্যালট্রান্সে কর্মরত বাংলাদেশী ইন্জিনিয়াররা।
ক্যালট্রান্স
চাকরীপ্রত্যাশীদের জন্য একটি আদর্শ প্রতিষ্ঠান । প্রতিষ্ঠানটি মেন্টিনেন্স
কর্মী, অফিস টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ারিং টেকনিশিয়ান, ব্যবসা বিশ্লেষক ও
ইন্জিনিয়ার পদবিতে লোক নিচ্ছে । আর ক্যালিফোর্নিয়ার এসব সরকারী চাকরীতে
পেনশন সুবিধা থাকায় কমিউনিটি সদস্যদের মধ্যে বেশ আগ্রহ রয়েছে।
তাই
উক্ত সেমিনারে চাকরি অনুসন্ধান প্রক্রিয়া, জীবনবৃত্তান্ত লিখন ও
ইন্টারভিউ বিষয়ক টিপস দেয়া হবে। এতে আমন্ত্রিত আলোচক হিসেবে থাকবেন
ডিস্ট্রিক ৭ এর ক্যালট্রান্স ট্রাফিক পরিচালনা বিভাগীয় প্রধান ইন্জিনিয়ার
শফিকুল ইসলাম।
সেমিনারে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন বাফলার প্রেসিডেন্ট নজরুল আলম ও সেক্রেটারি শহিদ আলম ।
এলএবাংলাটাইমস/এলএ/এলআরটি
শেয়ার করুন