নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
১৪ এপ্রিল ওয়াশিংটনে বৈশাখী মেলা
গ্রেটার ওয়াশিংটন এর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি বৈশাখী মেলার আয়োজন করেছে। ১৪ এপ্রিল শনিবার ২০১৮ আর্লিংটন এর গেটওয়ে পার্কে সারাদিন ব্যাপী এবারের মেলার আসর বসতে যাচ্ছে।
মেলার সমন্বয়ক জনাব আবু রুমি, আক্তার হোসাইন, নুরুল আমিন ও রবিউল হোসাইন এর স্বাক্ষরিত বিবৃতে জানানো হয়, প্রতিবারের ন্যায় এবারে মেলায় থাকছে নানা চমক। দেশীয় আমেজে মেলাকে ঢেলে সাজানো হয়েছে।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে রয়েছে, গান, নাচ, বাউল সংগীত ও গুণীজন সংবর্ধনা পর্ব। আর্লিংটনের বিশাল খোলা পার্কে থাকবে শাড়ি গহনা, দেশীয় খাবার ও বাড়ি বেচা-কেনার হাট।
আবু রুমি জানান, স্থানীয় শিল্পীদের পাশাপাশি অন্যান্য স্টেস্ট থেকে নানা বয়েসের শিল্পীরা এবারের অনুষ্ঠানে অংশ নিবে। তিনি আশা প্রকাশ করে বলেন, দেশীয় আমেজে আয়োজিত এবারের অনুষ্ঠানেও বিপুল সংখ্যা প্রবাসী বাংলাদেশি অংশ নিবে।
জনাব আক্তার হোসাইন জানান, প্রবাসী বাংলাদেশীরা যেন বাংলাদেশের মেলার স্বাদ পায় সেদিকে বিশেষ লক্ষ্য রাখা হয়েছে। তিনি গ্রেটার ওয়াশিংটন এলাকায় বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদের মেলায় আমন্ত্রণ জানিয়েছেন।
এবারে মেলায় বিশেষ ক্ষেত্রে অবদান রাখার জন্য গুণীজনদের সংবর্ধনা দেয়া হবে।
মেলার গ্র্যান্ড স্পনসর হিসেবে থাকছে ডাটা গ্রূপ ইউএসএ, গোল্ডেন স্পনসর হিসেবে থাকছে ই এন্ড আর হোম হেলথ কেয়ার প্রোভাইডার,অন্যান্য স্পন্সর হিসেবে থাকছে, গো ঢাকা ডট কম,অল ষ্টেট ইনসিওরেন্স, সি আর টেক্স সলোশন,রিয়েল্টর আবুল তারেক,রিয়েল্টর মজিবুল হক, মাসুদ আহসান, এ এস আর এস ইন্ক্।
এলএবাংলাটাইমস/এএল/এলআরটি
শেয়ার করুন